বাংলা হান্ট ডেস্ক: ভারত ও আমেরিকার (America-India) মধ্যে ট্রেড ডিল সম্পর্কে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত একজন উচ্চ আধিকারিক জানিয়েছেন যে, ভারত এবং আমেরিকা একটি সীমিত বাণিজ্য চুক্তি তথা মিনি ট্রেড ডিল প্রসঙ্গে সফলভাবে আলোচনা করেছে। কয়েক সপ্তাহ ধরে তীব্র আলোচনার পর এই চুক্তিটি সম্পর্কে দুই দেশ সম্মত হয়েছে। তবে, ভারত তার দাবিতে অনড় থেকেছে বলেও জানা গিয়েছে।
ভারত ও আমেরিকার (America-India) মধ্যে মিনি ট্রেড ডিল:
বিজনেস টুডে অনুসারে, ওই আধিকারিক জানিয়েছেন যে, “আমেরিকা যদি কঠোর অবস্থান নিত, সেক্ষেত্রে আমরা শুল্কের প্রভাব বহন করতে প্রস্তুত ছিলাম। কিন্তু ওয়াশিংটন আলোচনার জন্য আগ্রহ দেখিয়েছে এবং এটি চুক্তিটিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছে।” যদিও দুই দেশের মধ্যে এখনও কোনও আনুষ্ঠানিক ট্রেড ডিলের ঘোষণা দেওয়া হয়নি। তবে ওই আধিকারিকের এই আপডেটের মাধ্যমে, ভারত ও আমেরিকার (America-India) মধ্যে মিনি ডিল স্বাক্ষরিত হওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে জানা গিয়েছে।
ভারত-মার্কিন (America-India) চুক্তির আওতায় একাধিক সেক্টর স্বস্তি পেতে পারে। এছাড়াও, এই চুক্তিতে আমেরিকান চাহিদা অনুসারে ভুট্টা এবং ফলের জন্য ভারতীয় বাজার উন্মুক্ত করার কথাও উল্লেখ থাকতে পারে। গত সোমবার রাতে চুক্তিটি ঘোষণা করার কথা ছিল। কিন্তু মঙ্গলবার এটি ঘোষণা করা হতে পারে। কারণ পারস্পরিক শুল্কের সময়সীমা বুধবার রাতে শেষ হচ্ছে।
ঘোষণাটি কয়েক ঘন্টার মধ্যেই করা হতে পারে: এদিকে, সামগ্রিকভাবে এই সাফল্যকে দুই দেশের (America-India) মধ্যে দীর্ঘমেয়াদী বাণিজ্য উত্তেজনা নিরসনের দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই লিমিটেড ডিলে নির্বাচিত কিছু সেক্টর অন্তর্ভুক্ত থাকবে বলে অনুমান করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত বাণিজ্য চুক্তির পথ প্রশস্ত করবে। সূত্র জানিয়েছে যে, এই চুক্তিটি সম্পর্কে কয়েক ঘন্টার মধ্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করতে পারেন।
কোথায় ছিল সমস্যা: প্রসঙ্গত উল্লেখ্য যে, আমেরিকা চেয়েছিল ভারত ডিয়ারি এবং এগ্রিকালচার প্রোডাক্টের ওপর শুল্ক কমাক। যাতে আমেরিকা একটি বৃহত্তর বাজার পেতে পারে। কিন্তু ভারত তার অবস্থানে অটল ছিল। কারণ ভারত যদি আমেরিকার অবস্থানে রাজি হত, তাহলে এটি দেশের জন্য একটি বড় ধাক্কা হত। এই কারণেই দুই দেশ (America-India) একটি মিনি ডিলে সম্মত হয়েছে।
আরও পড়ুন: ব্যাঙ্ক, বিমা কোম্পানি, পোস্ট অফিস…৯ জুলাই দেশজুড়ে ধর্মঘটে কোন কোন পরিষেবা থাকবে বন্ধ? রইল লিস্ট
১ অগাস্ট থেকে নতুন শুল্ক আরোপ: ইতিমধ্যেই কিছু দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা করেছে আমেরিকা। সোমবার রাতে, মার্কিন সরকার জাপান এবং কোরিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছে। এর পাশাপাশি বাংলাদেশে আরোপ করা হয়েছে ৩৫ শতাংশ শুল্ক। সোমবার রাতে মোট ১৪ টি দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা করে আমেরিকা।
২ এপ্রিল শুল্ক আরোপ করা হয়েছিল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আমেরিকা ২ এপ্রিল ২০২৫ তারিখে ভারত সহ একাধিক দেশের ওপর পারস্পরিক শুল্ক তথা রেসিপ্রোকাল ট্যারিফের ঘোষণা করেছিল। যার মধ্যে ভারতের ওপর ২৬ শতাংশ অতিরিক্ত শুল্ক অন্তর্ভুক্ত ছিল। যা ৯০ দিনের জন্য স্থগিত করা হয়। ভারত এই অতিরিক্ত শুল্ক সম্পূর্ণরূপে অপসারণের দাবি করছিল। অন্যদিকে আমেরিকা ডেয়ারি এবং এগ্রিকালচার সেক্টরে ভারতীয় বাজারের “অ্যাক্সেস” চেয়েছিল. কিন্তু ভারত এতে রাজি হয়নি এবং তারপরে দুই দেশ একটি মিনি ট্রেড ডিলে সম্মতি প্রদর্শন করেছে।