নিজ্জার আর লাদেন একই! ভারত যা করছে ঠিক করছে, কানাডার নিন্দা করে বলল আমেরিকা

বাংলা হান্ট ডেস্ক: খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতকে দায়ী করেছে কানাডা (Canada)। কিন্তু ভারতকে দোষারোপ করে শান্তিতে নেই প্রধানমন্ত্রী জাস্টিন‌ ট্রুডো (Justin Trudeau)। কানাডা তাদের অভিযোগের স্বপক্ষে এখনও পর্যন্ত কোনও প্রমাণ পেশ করতে পারেনি। অন্যদিকে, ভারত (India) যেভাবে কানাডার অভিযোগের উপর কঠোর অবস্থান নিয়েছে তাতে স্বয়ং কানাডার প্রধানমন্ত্রীও অবাক। এদিকে কানাডার বন্ধু তথা গোয়েন্দা সংস্থা ‘ফাইভ আইজ’ (Five Eyes) থেকেও সমর্থন পাচ্ছেন না ট্রুডো। উল্লেখ্য, ফাইভ আইজ-এর সদস্য আমেরিকা, ব্রিটেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং কানাডা।

প্রাক্তন পেন্টাগন কর্মকর্তা এবং আমেরিকার (America) এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মাইকেল রুবিন ভারত-কানাডা বিরোধের বিষয়ে বলেন, ‘আমি মনে করি না, কানাডার মিত্ররা জাস্টিন ট্রুডোর এই তত্ত্বের সঙ্গে একমত। ইস্তাম্বুলে যখন জামাল খাশোগিকে হত্যা করা হয়, তখন তুরস্ক অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ দিয়েছিল, যে কারণে সারা বিশ্বে সৌদি আরবের সমালোচনা হয়েছিল। কিন্তু জাস্টিন ট্রুডো চিন্তা না করেই অভিযোগ করছেন। কেউ তাঁকে বিশ্বাস করে না।’

তিনি এই ঘটনাকে পলিটিক্যাল গিমিক বলতে চেয়েছেন। রুবিন বলেন, ‘এটা পুরোটাই নির্বাচনী প্রচারের জন্য যাতে ট্রুডো হরতে বসেছেন। এই কারণেই আমেরিকা সহ ফাইভ আইজ-এর দেশগুলি এ বিষয়ে কানাডাকে সমর্থন করছে না।’

মাইকেল রুবিন আরও বলেন, ‘হরদীপ সিং নিজ্জার একজন ভদ্র মানুষ ছিল না। তার হাতে রক্তের দাগ লেগে আছে এবং বেশ কয়েকটি হামলায় জড়িত সে। হরদীপ একজন কল মিস্ত্রি ছিল। ঠিক যেমন ওসামা বিন লাদেন ছিল (Osama Vin Laden) একজন নির্মাণ প্রকৌশলী।’ এদিকে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি তাঁর বিবৃতিতে বলেন, ‘আমরা আন্তর্জাতিক নিপীড়নের বিরুদ্ধে। কিন্তু এটি আন্তর্জাতিক নিপীড়ন নয়, এটা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। কাশিম সুলেমানি বা ওসামা বিন লাদেনের সঙ্গে আমেরিকা যা করেছে, ভারত ও এখন যা করছে, তার মধ্যে কোনও পার্থক্য নেই।’

kh

মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন, ‘কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বড় ভুল করেছেন। নিজ্জার হত্যার পিছনে ভারতের হাত থাকলেও, তাঁকে শাস্তি পেতে হবে। কারণ কানাডা একজন সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে।’

Monojit

সম্পর্কিত খবর