বাংলাহান্ট ডেস্ক : এবার আরও বিপাকে নূপুর শর্মা (Nupur Sharma)। বিতর্কিত মন্তব্য করার জন্য নির্বাসিত হয়েছেন দল থেকে। হাতছাড়া হয়েছে বিজেপির পদও। দেশ বিদেশ থেকে পাচ্ছেন খুনের হুমকি। তিরস্কৃত হয়েছেন সুপ্রিম কোর্টেও (Supreme Court)। এরপরই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)।
কেন এই লুক আউট নোটিস?
মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে নুপূর শর্মা দেশ-বিদেশে যেমন সমালোচিত হয়েছেন তেমনই হয়েছেন প্রশংসিতও। এই ঘটনা নিয়ে বিদ্বেষের আগুন ছড়িয়েছে গোটা দেশে। তাঁকে সমর্থন করার জন্য ইতিমধ্যেই গলা কেটে নৃশংস ভাবে হত্যা করা হয়েছ দু’জনকে। এরই নুপূরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায়। সূত্রের খবর, ওই মামলার সূত্রেই এবার নুপূরের বিরুদ্ধে কলকাতা পুলিশ এবার জারি করলো লুক আউট নোটিস।
জুনের দ্বিতীয় সপ্তাহে নূপুরকে নোটিস পাঠায় নারকেলডাঙা থানা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সমস্ত দরকারি পদক্ষেপ করবে লালবাজার। যদিও হাজির হননি নূপুর। জানা যাচ্ছে, তিনি চিঠি পাঠিয়ে বেশ খানিকটা সময় চেয়ে নিয়েছিলেন।
নূপুর যে সময় চেয়েছিলেন সেই পেরিয়ে গেছে। কিন্তু এখনও কলকাতায় এসে উপস্থিত হননি নূপুর। এর পরই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল লালবাজার।
নূপুরকে এ ভাবে কলকাতায় ডাকা। আবার তাঁর হাজির না হওয়ায় লুক আউট নোটিস জারি করা, এগুলো সবই রাজনৈতিক ভাবে বিজেপির পাতা ফাঁদে পা দেওয়া হচ্ছে বলেই মনে করছেন অনেকে। নূপুর শর্মাকে কলকাতায় ডাকলে আরও বেশি করে মেরুকরণ হবে বাংলার রাজনীতি। আর তাতে রাজনৈতিক ভাবে লাভবান হবে বিজেপি। এমনই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।