বাংলা হান্ট ডেস্ক : মোদী সরকার (Modi Government) অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকা মানুষজনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আর এবার আগামী ৫ বছরের জন্য বিনামূল্যে রেশন দেওয়ার কথা বলেছেন। বিষয়টা নিয়ে নিম্নবিত্ত মানুষদের মনে খুশির হাওয়া বইলেও বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে পিছপা হচ্ছেনা। আর এই কাজে সবার আগে এগিয়ে রয়েছে কংগ্রেস। তবে ভোটমুখী মধ্যপ্রদেশের নির্বাচনী সভা থেকে তার যোগ্য জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী (Prime Minister)।
নির্বাচনী সভা থেকে মোদী (Narendra Modi) দাবি করলেন, তার সরকার সবসময়ই দেশের প্রান্তিক মানুষদের পাশে রয়েছে। দেশের এই দারিদ্র্যতা বোঝার জন্য পুঁথিগত জ্ঞানের কোনও প্রয়োজন তার নেই। এইদিন মধ্যপ্রদেশের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি নিজে গরিবি থেকে উঠে আসা এক জন। আমায় বই পড়ে বুঝতে হবে না যে দারিদ্র্য কী! আমি গরিবের কষ্ট অনুভব করতে পারি।’’
এরপরেই সেখানে উপস্থিত মানুষজনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আপনাদের ছেলে, আপনাদের ভাই তাই একটা সিদ্ধান্ত নিয়েছে— আগামী ডিসেম্বর মাসে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ শেষ হলে আরও পাঁচ বছরের জন্য এই প্রকল্প চালু করা হবে।’ এই প্রকল্পকে ‘গ্যারান্টি অফ মোদী’ নাম দিয়ে নমো বলেন, ‘‘এটাই বিজেপি। যারা প্রত্যেক গরিব, প্রান্তিক, দলিত এবং উপজাতির জন্য। সবাইকে নিয়ে আমাদের পরিবার।’’
আরও পড়ুন : বিপুল সংখ্যক কর্মী নিয়োগ চলছে বিমানবন্দরে! এভাবে ঘরে বসেই করুন আবেদন
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও ছত্তীসগঢ়ে নির্বাচনী প্রচারে মোদীর করা ঘোষণার সমালোচনা করেছে বিরোধীরা। নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগও আনা হয়েছে মোদীর বিরুদ্ধে। এ রাজ্যের তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে তো সোজা নির্বাচন কমিশনে অভিযোগ অবধি দায়ের করেছেন। যদিও এসবের কোনকিছুতেই বিশেষ কান দিচ্ছেননা নমো। উলটে কংগ্রসকে আক্রমণ করে তিনি বলেন, ‘কংগ্রেসকে কখনও বিশ্বাস করা যায় না। কংগ্রেসের স্লোগানই হল, ‘‘গরিব কে জেব সাফ, কাম হাফ সে ভি হাফ।’
আরও পড়ুন : সচিন, ধোনি, কোহলির কাছে যা আছে তা সৌরভের কাছে নেই! ‘দাদাগিরি’র মঞ্চে আক্ষেপ সৌরভের
এইদিন নরেন্দ্র মোদী আরও বলেন, ‘‘২০১৪ সালের আগে কংগ্রেস জমানায় লাখ-লাখ, কোটি-কোটি টাকার দুর্নীতি হত। কিন্তু বিজেপি জমানায় এমন একটি অভিযোগও নেই।’’ পাশাপাশি রাজনীতিতেও নেপোটিজমের অভিযোগ এনেছেন কংগ্রেসের বিরুদ্ধে। নরেন্দ্র মোদীর কথায়, ‘‘যেখানেই কংগ্রেস, সেখানেই পরিবারবাদ। পরিবারের উপরে কিছু নেই। রাস্তা-গলি, সরকারি প্রকল্প থেকে সরকারি অফিস, সবকিছুর নাম হয় একটি পরিবারের নামে।’’