ঈদের বেলায় ছাড় দিয়ে পুজোতে জারি বিধিনিষেধ! বিজেপির নিশানায় মুখ্যমন্ত্রী মমতা

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে করোনার দাপট কিছুটা কমলেও, পুজোয় জারী করা হয়েছে একগুচ্ছ বিধিনিষেধ। এবার এই বিষয়কে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) আক্রমণ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (amit malviya)।

কিছুদিন আগেই কেরলে ওনাম পালনে করোনা বিধিনিষেধে কিছু ছাড় দেওয়ায়, সেখানে বিদ্যুৎ গতিতে বৃদ্ধি পায় করোনা সংক্রমণ। সেই বিষয়টা মাথায় রেখে যাতে বাঙালীর শ্রেষ্ঠ উৎসবে কোন সমস্যা না দেখা দেয়, সেই জন্য ১১ দফা বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার।

যেখানে বলা হয়েছে, পুজো প্যান্ডেল করতে খোলা মেলা। যাতে সেখানে অনেক জায়গা থাকে। প্রবেশ এবং প্রস্থানের গেট আলাদা আলাদা করতে হবে। বজায় রাখতে হবে শারীরিক দূরত্বও। এবারেও করা যাবে না কার্নিভাল। অঞ্জলি, সিঁদুরখেলা বা দেবীবরণের ক্ষেত্রে ছোট ছোট দলে ভাগ করে করতে হবে। অঞ্জলির ফুল বাড়ি থেকে নিয়ে আসতে হবে।

বেশি সংখ্যাক স্বেচ্ছাসেবক থাকবে মণ্ডপে। দর্শণার্থীদের পাশাপাশি তাদেরকেও স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করতে হবে। মানতে হবে শারীরিক দূরত্বও। বেশি জাঁকজমকপূর্ণ করা চলবে না পুজো উদ্বোধন কিংবা বিসর্জন। মণ্ডপ থেকে প্রতিমা সরাসরি ঘাটে এনে প্রতিমা নিরঞ্জন করতে হবে নির্দিষ্ট টাইম স্লট মেনেই। পুজো মন্ডপে করা যাবে না সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। ট্যুইটারে তিনি লেখেন, ‘বাংলার হিন্দুরা কিভাবে তাঁদের সবথেকে বড় উৎসব দুর্গা পুজো পালন করবেন, সেই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। উৎসবের আনন্দের মাঝে এই বিধি নিষেধ, পুজোর আনন্দটাকেই মাটি করে দেবে। করোনার দ্বিতীয় ঢেউ চলকালীন ইদ পালনের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয়টাই মুসলিম মৌলবিদের উপর ছেড়ে দেওয়া হয়েছিল’।

সম্পর্কিত খবর

X