‘মানুষের রক্ত শুষে গড়া মমতার সাম্রাজ্য ভাঙতে শুরু করেছে’, অনুব্রত প্রসঙ্গে কটাক্ষ অমিতের

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ টানাপোড়েন শেষে দোলের দিনই তৃণমূলের (Trinamool Congress) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গরু পাচার মামলার তদন্তে ইডির হাতে তুলে দেওয়া হয়েছে। তারপরই বিন্দুমাত্র সময় ব্যয় না করেই ‘বীরভূমের বাঘ’ কে নিয়ে দিল্লির উদ্দেশে পাড়ি দেয় তদন্তকারী সংস্থা। বর্তমানে বাংলার চৌকাঠ পেরিয়ে দিল্লিতে কেষ্ট।

মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক অনুব্রত। তাকে ‘কেষ্ট’ বলেই ডাকেন মমতা (Mamata Banerjee)। দিন দুয়েক আগে সাগরদিঘি উপনির্বাচনে হারের পরও সাংবাদিক সম্মেলনে অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো। তবে কী ভোট পূর্বে কেষ্টর দিল্লি যাত্রা কিছুটা হলেও অস্বস্তি বাড়ালো তৃণমূলের! এই প্রশ্নেই যখন সরগরম রাজ্য রাজনীতি তখনই সেই উত্তাপে আরও কিছুটা ঘি ঢাললেন বিজেপির (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।

অনুব্রতর দিল্লি যাত্রার পর এদিন সামাজিক মাধ্যমে বিজেপি নেতা অমিত লেখেন, “মানুষের রক্ত শোষণ করে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্রাজ্য তৈরি করেছেন । তার সাম্রাজ্য অপরাধের উপর দাঁড়িয়ে আছে। শেষমেশ, তা ভেঙে পড়তে শুরু করেছে।” একেই ভোট পূর্বে একের পর এক দুর্নীতির ঘটনায় কিছুটা বিপাকে শাসকদল। এই আবহেই অনুব্রত প্রসঙ্গে খোঁচা দিয়ে শাসকদলের অস্বস্তি আরও একটু বাড়াতে অযথা সময় ব্যয় করল না বিজেপি।

পাশাপাশি অনুব্রত মণ্ডলকে দাগি অপরাধীর তকমা দিয়ে তিনি অমিত মালব্য আরও লেখেন, “অনুব্রত মণ্ডল একজন ভয়ঙ্কর অপরাধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত। তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। একাধিক অপরাধের সঙ্গে জড়িত থাকার জন্য তার বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি (অনুব্রত) তার (মমতা বন্দ্যোপাধ্যায়ের) আশ্রয়েই এতদিন বেড়ে উঠেছেন।”

প্রসঙ্গত, গত বছরের রাখি পূর্ণিমার দিন সিবিআই এর হাতে গ্রেফতার হন তৃণমূলের অনুব্রত মণ্ডল। এরপর এই দাপুটে নেতার ঠাঁই হয় আসানসোলের বিশেষ সংশোধনাগারে। দিল্লি যাত্রার আগে পর্যন্ত ছ’মাস সেখানেই ছিলেন তিনি। মাঝে আয়-বহির্ভূত সম্পত্তির উৎস খুঁজতে সংশোধনাগারে কেষ্টকে জেরার পির তাকে গ্রেফতার করে ইডি। তবে বহুমাস পেরিয়ে গেলেও জেলবন্দি অনুব্রতর পাশে যে তৃণমূল রয়েছে তার বারবার জানান দিয়েছে একাধিক তৃণমূল নেতৃত্ব। জানিয়ে রাখি, বহুমাস জেলে থাকার পরও এখনও তার বীরভূম জেলা সভাপতির পদ অক্ষুন্ন রেখেছে দল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর