বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় মেসি আসা নিয়ে তৈরি হওয়া বিতর্কে নতুন মোড়। যুব ভারতীতে মেসি ইভেন্ট ভেস্তে যাওয়ার পর একাধিক জনস্বার্থ মামলা হয়। ক্রীড়া মন্ত্রী অরুপ বিশ্বাসের ব্যর্থতা নিয়েও ওঠে প্রশ্ন। এই বাকবিতণ্ডার মধ্যে আজ ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্তফা দ্রুত গ্রহণ করেন। তবে এই সিদ্ধান্তকে ‘জনরোষ সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে’ বলে ব্যাখ্যা করছে বিজেপি। একাধিক তর্ক-বিতর্কের মধ্যে এবার এই ঘটনা নিয়ে তৃণমূল সরকারকে সরাসরি কাঠগড়ায় তুলে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)।
কী বলেছেন অমিত মালব্য (Amit Malviya)?
বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya) বলেন, এই ঘটনা কোনওভাবেই ‘রাজধর্ম’ নয়। তিনি দাবি জানিয়ে বলেন, মেসি ইভেন্টের বিপর্যয় কোনও দুর্ঘটনা ছিল না। এটি তৃণমূল সরকারের তৈরি করা একটি ব্যর্থতা, যার পেছনে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর মন্ত্রিসভা এবং প্রশাসনের দুর্বল শাসনব্যবস্থা।
অমিত মালব্য (Amit Malviya) আরও বলেন, এই ঘটনার মধ্যে দিয়ে তৃণমূল সরকারের তিনটি চেনা ছবি সামনে এসেছে।
- প্রথমত, সাধারণ মানুষের টাকা লুট, যা তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে।
- দ্বিতীয়ত, লজ্জাহীন ভিআইপি সংস্কৃতি, যা তৃণমূল সরকার দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে।
- তৃতীয়ত, মুখ্যমন্ত্রীর মদতে গড়ে ওঠা গভীর ক্রোনি সিস্টেম বা ঘনিষ্ঠদের সুবিধা দেওয়ার সংস্কৃতি।

অমিত মালব্যের (Amit Malviya) দাবি, অরূপ বিশ্বাসের ইস্তফা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সামগ্রিক ব্যর্থতা ঢাকবার চেষ্টা করা। এই ইস্তফা দিয়ে সময় নষ্ট হওয়া, জনগণের টাকা অপচয় হওয়া কিংবা ফুটবলপ্রেমীদের মেসিকে কলকাতায় দেখার সুযোগ হারিয়ে যাওয়ার ক্ষতি পূরণ হবে না। তিনি আরও বলেন, এই ইস্তফা খুব দ্রুতই প্রশাসনিক ফাইলের স্তূপে চাপা পড়ে যাবে। এর ফলে কোনও ন্যায়বিচার হবে না, কোন জবাবদিহি হবে না, এবং এই ঘটনার জন্য কোনও অনুশোচনাও দেখা যাবে না।












