রাজ্যে ফের ‘টার্গেট’ হিন্দু ধর্ম? শান্তিপুরে ভাঙল ৬০টি কালী-সরস্বতী প্রতিমা, টুইট করে ‘জঙ্গলরাজ’ আখ্যা অমিত মালব্যের

Published on:

Published on:

Amit Malviya Slams TMC After 60 Kali and Saraswati Idols Vandalised in Shantipur
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নদিয়ার শান্তিপুরে কালী ও সরস্বতী প্রতিমা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ ছড়াল। এই ঘটনার জন্য তৃণমূল শাসিত রাজ্যকে কাঠগড়ায় তুলে বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya) টুইটারে কড়া ভাষায় আক্রমণ করেছেন, যার জেরে নতুন করে ধর্মীয় নিরাপত্তা ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

কী অভিযোগ অমিত মালব্যের (Amit Malviya)?

অমিত মালব্যের (Amit Malviya) দাবি, নদিয়ার শান্তিপুরে মাতাল গড়ের কাছে লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় মৃৎশিল্পী জয়ন্ত দাসের কর্মশালার সামনে ভোরবেলা ভাঙচুর চালানো হয়। ওই হামলায় প্রায় ৫০ থেকে ৬০টি কালী ও সরস্বতী প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই প্রতিমাগুলি আসন্ন পুজোর জন্য তৈরি করা হচ্ছিল। বিজেপি নেতার মতে, শুধু ধর্মীয় অনুভূতিতেই আঘাত নয়, এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন সংশ্লিষ্ট মৃৎশিল্পী ও তাঁর পরিবার। তিনি এটিকে হিন্দু বিশ্বাস এবং শিল্পীদের জীবিকার উপর “সরাসরি আক্রমণ” বলে উল্লেখ করেছেন।

টুইটে অমিত মালব্য (Amit Malviya) আরও দাবি করেন, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। তাঁর বক্তব্য অনুযায়ী, এর আগেও সারশুনায় কালী প্রতিমার শিরচ্ছেদ, মন্দিরবাজারে জগদ্ধাত্রী প্রতিমা ভাঙচুরের মতো একাধিক ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, রাজ্যে হিন্দু ধর্মীয় স্থাপনা ও প্রতিমাকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা হচ্ছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। তাঁর দাবি, বর্তমান শাসনকালে উগ্রপন্থীরা কার্যত ছাড় পেয়ে যাচ্ছে এবং সংখ্যালঘু তোষণের রাজনীতির জন্য এই ধরনের ঘটনা ঘটছে।

Amit Malviya Slams TMC After 60 Kali and Saraswati Idols Vandalised in Shantipur

আরও পড়ুনঃ বাজেট ২০২৬-এ চাকরিজীবীদের বড় সুখবর, বদলাতে চলেছে UPS পেনশনের নিয়ম

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে অমিত মালব্য (Amit Malviya) টুইটে লেখেন, “বাংলার হিন্দুরা জেগে উঠেছে এবং তারা ক্ষুব্ধ। আগামী নির্বাচনে এর জবাব মিলবে।” এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।