বাংলাহান্ট ডেস্ক : ফের উত্তপ্ত সন্দেশখালি। বেলা বাড়তেই শাহজাহানের দলবল এলাকা জুড়ে দাপিয়ে বেড়াতে শুরু করে। ভোট দিতে বাধা তো দিচ্ছেই, তাদের সঙ্গে একজোট পুলিশ। এবার তাদের বিরুদ্ধে রীতিমতো রুখে দাঁড়ালো সাধারণ মানুষ। দুপুরে আবারো ইটবৃষ্টি শুরু হয়। লাঠিচার্জ করে পুলিশ। এদিন সন্দেশ ঘরের মহিলারা রীতিমত রাস্তায় বেরিয়ে আসেন। তাদের দাবি, পুলিশ তাদের দিকে ইঁট ছুঁড়ছিল। পুলিশের আঘাতে আহত এক মহিলা। যদিও এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে পুলিশ।
পুলিশের দাবি ওই মহিলা নাকি পড়ে গিয়ে আহত হয়েছেন। সন্দেশখালিতে (Sandeshkhali) এমন উত্তেজনার ঘটনার খবর কানে জেতেই এলাকায় হাজির হন বিজেপি প্রার্থী রেখা পাত্র। পুলিশকে দেখে চিৎকার শুরু করেন তিনি। রেখা বলেন,” লজ্জা করছে না আপনাদের। আপনারা মুখ্যমন্ত্রীর কেনা গোলামের মতো কাজ করছেন। এখন আপনারা মুখ লুকোনর চেষ্টা করছেন। কিন্তু জনতা আপনাদের আসল রূপ ধরে ফেলেছে।” এভাবেই সন্দেশখালি জুড়ে সারাদিন দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়
আরোও পড়ুন : ‘লক্ষ্মী’কে ঘরে আনতে সাজানো হল গাড়ি, বাজল বাজনা! এ দৃশ্য অবশ্য আগে দেখেনি মহম্মদবাজার
সন্দেশখালির ঘটনা প্রসঙ্গ এদিন বিজেপি নেতা (Bhartiya Janata Party) অমিত মালব্য (Amit Malviya) এক্স হ্যান্ডেলে কিছু ছবি পোস্ট করে লেখেন, “ভোটের দিন শেষে আবারো সন্দেশখালীর মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে। ৩৫ নং বুথ, সরবেরিয়া, সরদেশখালীর ছবি উঠে আছে। তৃণমূলের গুন্ডাদের সাথে পশ্চিমবঙ্গের পুলিশ মানুষকে হুমকি দিচ্ছে। তারা বলেন, ৪ জুনের পর সব নারীকে বিধবা করা হবে। আপাতত ঘটনাস্থলে বিজেপি নেতৃত্ব। শুধু দেখুন কিভাবে সন্দেশখালির মহিলারা পিছনে ঠেলে দিচ্ছে, পিছনে লড়াই করছে এবং মমতা ব্যানার্জির নৈরাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করছে।”
https://x.com/amitmalviya/status/1797267229043560803?s=48&t=H-35pzf62xpOvQoyCyAm4w
অমিত ম্যালব্য আরও লেখেন,”এটি বাংলায় একটি নতুন সূচনার ইঙ্গিত… অন্যায়ের বিরুদ্ধে লড়াই যে বিশ্বকে জেগে উঠতে হবে এবং নতুন করে মনে করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দুর্গা স্বরূপ নারী শক্তিকে হারাতে পারবে না। ভিডিওতে, একজন পুলিশ অফিসারকে বলতে শোনা যাচ্ছে, “আরে লাঠিটা আমাকেই লাগছে, দেখে চালা।” এই কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “কেন? যেই লাঠির আঘাত আপনারা সাধারণ মানুষের উপর করতে চান, একবার নিজেরাই সেই ব্যথা পেয়ে দেখুন না! বুঝতে পারবেন কেন এই মহিলারা আজ নিজেদের সম্মান বাঁচাতে পথে নেমেছেন।”