আচমকাই ফের দিল্লীতে গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দুর, কারণ নিয়ে ধন্দ

বাংলাহান্ট ডেস্কঃ মাস খানেকের ব্যবধানের মধ্যেই ফের দিল্লী হাজির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আচমকাই তাঁকে দিল্লীতে জরুরী তলব করা হয়। বৈঠক হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। আবার শোনা যাচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও বৈঠক হতে পারে।

একদিকে যখন Pegasus spyware কাণ্ডে উত্তাল হয়ে রয়েছে সাংসদ, তখন সেই সময়ে শুভেন্দু অধিকারীকে হঠাৎ দিল্লী তলব খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সকালে কাঁথির বাড়িতে থাকাকালীন ফোন আসে শুভেন্দু অধিকারীর কাছে। আর সকাল সকাল সেই ফোন পেয়েই দিল্লী ছুটে যান রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হয় শুভেন্দু অধিকারীর। জানা গিয়েছে, দুজনের মধ্যে বিজেপির আন্দোলনের রূপরেখা ও রাজ্য কমিটি আর পরিষদীয় দলের সমন্বয় সাধন নিয়ে আলোচনা হয়েছে। আবার জেপি নাড্ডার সঙ্গেও বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে।

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর এই দিল্লী সফরকে কটাক্ষ করে কুণাল ঘোষ ট্যুইটে লেখেন, ‘অমিত শাহের কাছে LOP( limitless opportunist). ও মুখে যাই বলুক, আদি বিজেপির এক নেতা বললেন, ধমকাতে ডেকেছিল দিল্লি। যেভাবে অন্যের কল রেকর্ডিং রেখেছে বলে পেগাসাস প্রতিষ্ঠা করেছে, তাতে ক্ষুব্ধ দিল্লি সতর্ক করে দিয়েছে। মেপে কথা বলতে বলেছে। আচ্ছা, ও @DilipGhoshBJP কে বলে গেছিল?’

প্রসঙ্গত, পেগাসাস কাণ্ডের জেরে বৃহস্পতিবারের রাজ্যসভার বাদল অধিবেশন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরির সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ শান্তনু সেন। এবিষয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ হাতে কাগজ নিয়ে বিবৃতি দিতে উঠলে, তাঁর হাত থেকে কাগজ নিয়ে তা ছিঁড়ে ফেলেন শান্তনু সেন। এই ঘটনার পরবর্তীতে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় তৃণমূল (tmc) সাংসদ শান্তনু সেনকে (Santanu Sen)। গোটা বাদল অধিবেশনে থাকতে পারবেন না এই তৃণমূল সাংসদ- এমনটাই জানা গিয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর