আধার ভোটার কার্ড চলবে না, তবে কি বিজেপির মাদুলি চলবে?শাহকে কটাক্ষ করে বললেন মমতা

বাংলা হান্ট ডেস্ক : বরাবর এনআরসির বিরোধিতা করে এসেছেন তিনি, অসমের এনআরসি ধাঁচে যখন পশ্চিমবঙ্গে এনআরসি করার হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি নেতৃত্ব আর ঠিক তখনই পদযাত্রায় হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবার আবারও নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ের পর তিনদিন ব্যাপী মিছিল করে পদযাত্রা করলেন মমতা।সোম ও মঙ্গলবার কেন্দ্রকে তোপ দেগে তাঁর মৃতদেহের ওপর দিয়ে রাজ্যের এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন চালু করার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা।

এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আধার কার্ড ও ভোটার কার্ড নাগরিকত্বের যথেষ্ট প্রমাণ নয় এমন মন্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে দিলেন মমতা। তাই তিনি বললেন আধার ভোটার কার্ড চলবে না তো বিজেপির মাদুলি চলবে? যদিও এখানেই থেমে থাকেননি আধার যদি নাগরিকত্বের প্রমাণপত্র না হয়ে থাকে সে ক্ষেত্রে কেন আধার বাড়ানোর জন্য এত কাণ্ড করা হলেও তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা।585414 mamata amit shah 2 1

নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়নের পর দেশে যেভাবে আগুন জ্বলছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হাত জোড় করে আগুন নেভানোর জন্য অনুরোধ জানান। আসলে যখন একদিকে দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে ঠিক তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন আধার কার্ড বা ভোটার কার্ড নাগরিকত্বের পরিচয়পত্রের সঠিক প্রমাণপত্র নয়। আধার কার্ডের উদ্দেশ্য আলাদা।

প্রসঙ্গত আজ অর্থাত্ বুধবার, রাজ্যের শাসক শিবিরের তৃতীয় দফার সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ মিছিল ছিল।হাওড়া ময়দান থেকে মিছিল শুরু হয়ে ডোরিনা ক্রসিংয়ে শেষ হয়। যে বেন্টিংক স্ট্রিট হাওড়া ধর্মতলা সহ একাধিক পথ অতিক্রম করে এই মিছিল আর সে সময়ই বারবার বিজেপির বিরোধিতা করে সুর তুলেছিলেন মুখ্যমন্ত্রী সহ আসক শিবিরের নেতৃত্বরা।

সম্পর্কিত খবর