১৭ মিনিট একান্তে আলাপ মমতা-শাহর! কী আলোচনা হল নবান্নর ১৪ তলায়?

বাংলাহান্ট ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে অমিত শাহর (Amit Shah) পৃথক বৈঠক হল আজই। এর আগে অমিত শাহকে স্বাগত জানানোর সময়, মুখ্যমন্ত্রী বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁর সঙ্গে। বিশেষ সূত্রের জানা যাচ্ছে, সেই সময় ১০০ দিনের কাজে রাজ্যের পাওনা টাকার বিষয়েও কথা হয়েছে তাঁদের মধ্যে।

আজ দুপুর ২.১০ মিনিটে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢোকেন অমিত শাহ। প্রায় কুড়ি মিনিট সেখানে ছিলেন অমিত শাহ। এদিন বৈঠক শেষে মধ্যাহ্নভোজে বসে যান অমিত শাহ। সেখান থেকে দমদম বিমানবন্দরে যাওয়ার কথা তাঁর। বিমানে শিলং যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

আজ মিনিট চল্লিশের বেশি সময় ধরে এদিন নবান্নে বৈঠক হল পূর্বাঞ্চলীয় পরিষদের। অমিত শাহর সভাপতিত্বে ওই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে এখনও রাজ্য বা কেন্দ্রের পক্ষ থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে বিশেষ সূত্রে জানা যাচ্ছে, রেল এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য অব্যবহৃত জমির প্রসঙ্গটি রাজ্যের তরফে তুলে ধরা হয় বৈঠকে। এরই সঙ্গে পাচার সমস্যা মোকাবিলায় রাজ্য পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব সংক্রান্ত বিষয়টিও বৈঠকে তুলে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিনের বৈঠকের নির্ধারিত সময় ছিল বেলা ১টা পর্যন্ত। তার পরও ৪০ মিনিট চলে বৈঠক। বৈঠকের অনেকটা জুড়ে ছিল পশ্চিমবঙ্গ। এদিন কেন্দ্রের তরফে চোরাচালান রোধে রাজ্যকে আরও তৎপর হওয়ার অনুরোধ জানানো হয়। সেই সঙ্গে বাংলাদেশ সীমান্তে বেশ কিছু জায়গায় বেড়া দেওয়ার জন্য রাজ্যকে জমি দিতে অনুরোধও করেছে কেন্দ্র।

রাজ্যের পক্ষ থেকে বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের সহযোগিতা চাওয়া হয়। প্রতি বছর ডিভিসির ছাড়া জলে ভেসে যায় বাঁকুড়া, হুগলি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুর। রাজ্যের তরফে দাবি জানানো হয়, জল ছাড়ার আগে রাজ্যকে যেন জানিয়ে দেয় ডিভিসি। সঙ্গে জল ছাড়ার গোটা ব্যবস্থা আরও সুপরিকল্পিত করা দরকার বলে দাবি জানায় পশ্চিমবঙ্গ।

Sudipto

সম্পর্কিত খবর