বাংলা হান্ট ডেস্কঃ বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল বলা নিয়ে হামেশাই সরব বিজেপি। আর এবার সেই একই ভুল শোনা গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) মুখে। যা নিয়ে জোর তরজা। লোকসভা ভোট প্রচারে গতকাল বনগাঁর সভা করেন শাহ। সেখানেই নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) জড়িত তৃণমূল নেতাদের আক্রমণ শানাতে গিয়ে এমন কাণ্ড ঘটালেন যে চমকে উঠল সকলে। কখনও কুন্তল ঘোষ হল কুণাল ঘোষ আবার তাপস মণ্ডল হলেন তাপস পাল।
দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে খোঁচা দিতে গতকাল শাহ একের পর এমন নাম বলে বসলেন, যারা হয় বেঁচে নেই, কোনো নাম অস্তিত্বহীন, নয়তো নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত নন এমন কারোর নাম শোনা গেল শাহের কথায়। মঙ্গলবার বনগাঁর সভায় বক্তৃতা দিচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই বাংলার দুর্নীতি নিয়ে সরব হন শাহ।
ভরা সভায় দাঁড়িয়ে শাহ বলেন, “গোটা দেশ যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে চলেছে, তখন দুর্নীতির জেরে পিছিয়ে পড়ছে বাংলা। এখানে সিন্ডিকেট রাজ চলছে, ভাইপোর গুন্ডাদের রাজত্ব চলছে, কাটমানির রাজ চলছে, অনুপ্রবেশকারীদের রাজ চলছে। এসব মমতা দিদি আটকাতে পারবেন না।”
এরপরই দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করতে গিয়ে শাহ বলেন, “এই অনুব্রত মণ্ডল, কুণাল ঘোষ (Kunal Ghosh), তাপস পাল, কে এক কুলপতি, এরা সবাই কেউ নিয়োগ দুর্নীতির মামলা, কেউ গরু পাচার মামলা, কেউ কয়লা পাচার মামলায় জেলে গিয়েছেন।”
আরও পড়ুন: ফের শুরু দহন জ্বালা! আজ বৃষ্টি শুধুমাত্র দক্ষিণবঙ্গের এই ৪ জেলায়: আবহাওয়ার খবর
এদিন শাহ যাদের নাম বলেছেন তাদের মধ্যে কেবল একটি ঠিক। তা হল অনুব্রত মণ্ডল। বাকি কুণাল ঘোষের নাম কোনো দুর্নীতিতে জড়ায় নি। তাপস পাল বহুদিন আগে প্রয়াত হয়েছেন। আর কুলপতি বলে কারও অস্তিত্ব দুর্নীতির খাতায় নেই। মনে করা হচ্ছে নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের নাম বলতে গিয়ে কুণাল বলেছেন শাহ। একই ভাবে তাপস মণ্ডল হয়েছেন তাপস পাল আর গোপাল দলপতি হয়েছেন কুলপতি। আর শাহের এই নামবিভ্রাট নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। যদিও বিজেপি বলছে, ওই রকম ভুল মমতা বন্দ্যোপাধ্যায়েরও হয়।