‘গৃহবন্দি’ ছিলেন জগদীপ ধনকড়? তড়িঘড়ি কেন পদত্যাগ? মুখ খুলেই শাহ বললেন…

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : একাধিক বিষয় নিয়ে চাপানউতোর চলছে দেশের রাজনীতিতে। সাংবিধানিক সংশোধনী বিল, এসআইআর থেকে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন, এক একটি ইস্যুতে উত্তাল হয়ে রয়েছে রাজনৈতিক মহল। সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলতে দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)।

সাংবিধানিক সংশোধনী বিল নিয়ে স্পষ্ট কথা অমিত শাহের (Amit Shah)

১৩০ তম সাংবিধানিক সংশোধনী বিলের বিষয়ে অমিত শাহ (Amit Shah) বলেন, দেশের স্বার্থে এই বিল আনা জরুরি। এই বিল অনুযায়ী, দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী যদি কোনও গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে ৩০ দিনের বেশি জেলে থাকেন এবং জামিন না পান, তবে তাঁকে পদত্যাগ করতে হবে। নিজের (Amit Shah) প্রসঙ্গ টেনেও তিনি মনে করিয়ে দেন, গুজরাটে তাঁর বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল তখন তিনিও তৎকালীন মন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন।

Amit shah opened up about jagdeep dhankar

বিরোধীদের কটাক্ষ শাহের: নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুর মতো এনডিএ মিত্ররা বিলের পক্ষে মত দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অমিত শাহ (Amit Shah)। সব দলের মতামত শোনা হবে। তবে যদি বিরোধীরা অংশগ্রহণ না করে সেটা তাঁদের দায়িত্ব বলে স্পষ্ট জানিয়ে দেন শাহ।

আরও পড়ুন : আবু সাঈদকে গুলি করেছিলেন ইনিই! ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে পাকড়াও সেই বাংলাদেশ পুলিশ কর্মকর্তা

কেন পদত্যাগ করলেন ধনকড়: উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের পদত্যাগ নিয়েও জল্পনা অব্যাহত রাজনৈতিক মহলে। আচমকাই পদত্যাগ করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। অমিত শাহ (Amit Shah) এদিন স্পষ্ট বলেন, সাংবিধানিক পদে থেকে যথাযথ দায়িত্ব পালন করেছেন ধনকড়। তবে তাঁর পদত্যাগের কারণ সম্পূর্ণ ব্যক্তিগত এবং স্বাস্থ্যগত। বিরোধীরা যে দাবি করেছেন যে তিনি ‘গৃহবন্দি’ ছিলেন, সেকথা উড়িয়ে দিয়েছেন অমিত শাহ।

আরও পড়ুন : রসিয়ে ইলিশ খাচ্ছেন? অজান্তেই শরীরে বড় বিপদ ডেকে আনছেন না তো! সতর্ক হন সময় থাকতে

স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট কথা, ধনকড়ের পদত্যাগপত্রে স্পষ্ট ভাবে উল্লেখ করা রয়েছে যে স্বাস্থ্যগত সমস্যার কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন। এ নিয়ে অযথা হট্টগোল সৃষ্টি করা উচিত নয়। উপরাষ্ট্রপতির নির্বাচনে পদপ্রার্থী হিসেবে এনডিএর তরফে দাঁড়িয়েছেন সিপি রাধাকৃষ্ণন। এ বিষয়ে অমিত শাহ বলেন, রাষ্ট্রপতি পূর্ব ভারত থেকে এসেছেন, প্রধানমন্ত্রী এসেছেন উত্তর-পশ্চিম থেকে এসেছেন। তাই উপরাষ্ট্রপতি দক্ষিণ ভারত থেকে আসাটাই স্বাভাবিক।