কলকাতাঃ আজ বোলপুরে রোড শো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah)। রোড শোয়ের আগে বিশ্বভারতীর উপাচার্যের আমন্ত্রণে আশ্রম চত্বর ঘুরে দেখবেন তিনি।
সকাল ১১ টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন অমিত শাহ। ১১ঃ৩০ নাগাদ শান্তিনিকেতনের ফুটবল গ্রাউন্ডের হেলিপ্যাডে পৌঁছায় অমিত শাহের হেলিকপ্টার। আজ বোলপুরের রোড শোয়ে অংশ নিচ্ছেন না শুভেন্দু অধিকারী। শনিবার রাতে নিউটাউনের হোটেলে শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক হয় অমিত শাহের। সেখানেই শুভেন্দু জানান যে, বোলপুরের রোড শোয়ে তিনি থাকবেন না। আগামী সপ্তাহে শুভেন্দু অধিকারীর দিল্লী যাওয়ার কথা, সেখানেই আগামী পরিকল্পনা তৈরি হবে বলে জানা গিয়েছে।
Union Home Minister and BJP leader Amit Shah reaches Birbhum, West Bengal. He is scheduled to visit Visva-Bharati University in the district later today. pic.twitter.com/Yie25idLLP
— ANI (@ANI) December 20, 2020
বোলপুরে অমিত শাহের রোড শো ঘিরে করা হয়েছে এলাহি বন্দোবস্ত। আরেকদিকে, সুরক্ষা ব্যবস্থাও বিশাল কড়া। বীরভূমের রতনপল্লিতে বাউল শিল্পী বাসুদেব দাসের পরিবারের সাথে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ।
আজ অমিত শাহের দুপুরের মেনুতে থাকবে … মুগের ডাল, ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, পালং শাকের তরকারি, আলুপোস্ত, টমেটোর চাটনি আর নলেন গুড়ের সুস্বাদু রসগোল্লা। পুরো রান্নাটাই হবে কাঠের উনুনে। অমিত শাহ মাটির থালার উপর কলাপাতায় খাবেন।