বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীতে (Delhi) লাগাতার করোনার মামলা বেড়েই চলেছে। আর এই বর্ধিত করোনার মামলা দেখে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) সোমবার একটি সর্বদলীয় বৈঠক করেন। এরপর তিনি দিল্লীর লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে পৌঁছে করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতির সমীক্ষা করেন। সমীক্ষা বৈঠকের পর উনি গোটা হাসপাতালের ময়নাতদন্ত করেন এবং ডাক্তারদের কাছ থেকে তথ্য নেন।
এরপর স্বরাষ্ট্র মন্ত্রী দিল্লীর চীফ সেক্রেটারিকে নির্দেশ দেন যে, দিল্লীতে সমস্ত করোনা হাওস্পাতালের কোভিড-১৯ ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। সিসিটিভি লাগানোর ফলে ভালো করে নজরদারি চালানো সম্ভব হবে এবং রোগীদের সমস্যা দূর করার জন্য সাহায্য করবে।
উনি দিল্লীর চীফ সেক্রেটারিকে রোগীদের জন্য খাবার পৌঁছে দেওয়া ক্যান্টিনের ব্যাকআপ রাখার জন্যও বলেছেন। উনি জানিয়েছেন যে, যদি একটি ক্যান্টিনে সংক্রমণ পাওয়া যায়, তাহলে অন্য ক্যান্টিন রোগীদের খাবার পৌঁছে দিতে পারবে।
Home Minister Amit Shah also directed that psycho-social counselling of doctors and nurses engaged in the treatment of COVID19 patients should be done. This will ensure that not only are they physically but also psychologically fit to fight the pandemic: Ministry of Home Affairs
— ANI (@ANI) June 15, 2020
উনি এও নির্দেশ দেন যে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত ডাক্তার আর নার্সদের সাইকো সোশ্যাল কাউন্সিলও করাতে হবে। এরফলে তাঁরা শারীরিক দিকের সাথে সাথে মানসিক দিক থেকেও করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবেন।