বাংলা হান্ট ডেস্ক : প্রায় দুই মাস হতে চলল, এখনও অশান্তির রেশ কমেনি মণিপুরে (Manipur)। রাজ্য ও কেন্দ্রের তরফে একাধিক কড়া পদক্ষেপ করলেও, নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না পরিস্থিতি। এই অবস্থায় উত্তর-পূর্বের রাজ্যে শান্তি ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)-র কাছে সর্বদলীয় বৈঠক আয়োজনের আর্জি জানান বিরোধীরা।
এবার তাদের সেই প্রস্তাবকেই মান্যতা দিল কেন্দ্র। তবে প্রধানমন্ত্রী নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নেতৃত্বে হতে চলেছে সর্বদলীয় বৈঠক। জানা গিয়েছে, আগামী ২৪ জুন সর্বদলীয় বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরে কীভাবে শান্তি ফেরানো যায়, তা নিয়েই আলোচনা করা হবে। তার পরই স্থির হবে আগামী সিদ্ধান্ত।
মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিরোধী দলগুলি ক্রমাগত সরকারের কাছে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়ে আসছিল। ১৬ জুন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল টুইট করে কেন্দ্রকে এবিষয়ে নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকা উচিত কারণ দেশ আজ উত্তর চাইছে।’
এর আগে ১৫ জুন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও মণিপুর পরিস্থিতি নিয়ে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন। মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য একটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো উচিত বলেও তিনি দাবি করেন।
যদিও জনজাতি সংগঠনগুলির যুক্তমঞ্চ ‘ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরাম’-এর অভিযোগ, কাংপোকপি এবং ইম্ফল পশ্চিম জেলার সীমানায় খোকেন গ্রামে যে এক মহিলা-সহ তিন জনকে খুন করা হয়েছে, সেখানকার হামলাকারীরা মেইতেই জনগোষ্ঠীর।
মণিপুরে গোষ্ঠীহিংসার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের সন্ধান পেতে শুক্রবার বিশেষ তদন্তকারী দল (সিট) গড়েছে সিবিআই। ১০ সদস্যের সিট-এর নেতৃত্বে রয়েছেন ডিআইজি পদমর্যাদার এক আধিকারিক। সিবিআইয়ের তরফে শুক্রবারই ছ’টি এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।