বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ : ফাইনালে হার অমিতের, রুপো জয় এশিয়ান চ্যাম্পিয়নের

বাংলা হান্ট ডেস্ক : ফাইনালে সোনা ছাড়া আর কিছুই ভাবেননি। সোনা জেতা নিয়ে তিনি একশো শতাংশ আশাবাদীও ছিলেন। কিন্তু ফাইনালে আশাভঙ্গ হল এশিয়ান চ্যাম্পিয়ন অমিত ফাঙ্গালের। উজবেকিস্তানের কাছে হারতেই হল ভারতের অন্যতম সফল বক্সার অমিতকে। তবে হেরে গিয়েও এক অনন্য রোকর্ডও গড়লেন তিনি। কারণ বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবার রুপোর পদক জিতে প্রথম ভারতীয় বক্সার হিসেবে খ্যাতি পেলেন। এর আগে বক্সিং চ্যাম্পিয়নে কোনো ভারতীয়ই সেভাবে সাফল্য পাননি। এবং কোনো পুরুষই বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নের ফাইনালে পৌঁছাতে পারে নি। শনিবার ফানালের শুরু থেকেই উজবেকিস্তানের জৈরভের আক্রমনাত্মক মেজাজের সঙ্গে পাল্লা দিচ্ছিলেন অমিত। কিন্তু এদিন যেন জৈরিভ আলাদা ভাবেই তৈরি হয়ে এসেছিলেন। তাই শেষ অবধি আর লড়াই চালিয়ে যাওয়াটা অমিতের পক্ষে সম্ভব হয়নি। রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হল তাঁকে।

2018 সালে কমনওয়েলথ গেমসের সোনা জয়ের পর অমিতের ক্রীড়া কেরিয়ার দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এশিয়ান গেমস থেকে এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনার পদক ছিনিয়ে নিয়েছিলেন তিনি। পেয়েছিলেন 52 কেজি বিভাগের এশিয়ার সেরা বক্সারের তকমা। কিন্তু বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপে অল্পের জন্য হাতছাড়া হয়ে গেলে অমিতের সোনার পদক। যদিও তাতে ভেঙে পড়তে না রাজ তিনি। কারণ এবার লক্ষ্য অলিম্পিকে। হার যেন তাঁকে আবারও জেতার আশা বাড়িয়ে দিল। উল্লেখ্য, বিশ্ব চ্যাম্পিয়নশিপে এর আগে ভারতীয় পুরুষ বক্সাররা চারটি পদক পেয়েছিল কিন্তু ব্রোঞ্জেই থমকে ছিল। অমিত আরও এক ধাপ এগিয়ে গেল।

সম্পর্কিত খবর