সানি লিওনের প্রতিবেশী হতে ৩১ কোটি খরচ অমিতাভের!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জলসা ও প্রতীক্ষার পর আবারো নতুন বাড়ি কিনলেন অমিতাভ বচ্চন (amitabh bachchan)। তাও আবার সানি লিওনের (sunny leone) পাশেই! অর্থাৎ এবার প্রতিবেশী হতে চলেছেন সানি ও অমিতাভ। জানা গিয়েছে ইতিমধ‍্যেই চুক্তি চূড়ান্ত করে ফেলেছেন বিগ বি। গত বছরের ডিসেম্বরেই হয়ে গিয়েছে চুক্তি সাক্ষর। গত এপ্রিলে শেষ রেজিস্ট্রেশনের কাজও।

জানা গিয়েছে ৩৪ তলা আবাসনের ২৭ ও ২৮ তলার দুটি বিলাসবহুল ফ্ল‍্যাট নিয়েছেন অমিতাভ ও জয়া বচ্চন‍। পাঁচ হাজার ৭০৪ স্কোয়ার ফিটের এই ফ্ল‍্যাটদুটির জন‍্য ৩১ কোটি টাকা খরচ করেছেন বিগ বি। আরো খবর, ওই আবাসনেই ফ্ল‍্যাট কিনেছেন সানি লিওন ও পরিচালক আনন্দ লাই রাই।


তবে অমিতাভের এই কাজ একেবারেই ভাল নজরে দেখেননি নেটিজেনরা। তাদের মতে করোনা আবহের মধ‍্যে আবার একটি ফ্ল‍্যাট কেনার জন‍্য এতগুলো টাকা খরচ না করলেই পারতেন তিনি। বিশেষ করে যখন তাঁর দু দুটি বাড়ি রয়েছে। সেখানে এই কঠিন পরিস্থিতিতে কেবল মাত্র একটি বাড়ি কেনার জন‍্য এতগুলো টাকা খরচ করাটা বিলাসিতা বলেই মনে করছেন নেটজনতা।


অবশ‍্য করোনা মোকাবিলায় দেশের মানুষের জন‍্য সাহায‍্যের হাতও বাড়িয়ে দিয়েছেন অমিতাভ। পোল‍্যান্ড থেকে ৫০ টি অক্সিজেন কনসেনট্রেটর কিনেছেন তিনি‌। ব্লগ মারফত বর্ষীয়ান অভিনেতা জানান, পোল‍্যান্ডের এক দূতাবাস তাঁকে ব‍্যক্তিগত ব‍্যবহারের অক্সিজেন কনসেনট্রেটর পাঠানোর জন‍্য যোগাযোগ করেছিল। কিন্তু নিজের জন‍্য তা নিতে চাননি বিগ বি। তিনি বলেন, দেশের কয়েকটি সংস্থার এই অক্সিজেন কনসেনট্রেটরের এখন বেশি প্রয়োজন।

তখন ওই দূতাবাস থেকে বিগ বিকে একটি কোম্পানির খোঁজ দেওয়া হয় যারা অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করছে। সেখান থেকেই নিজের দেশের জন‍্য ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর কেনেন অমিতাভ। অভিনেতা জানিয়েছেন খুব শীঘ্রই ভারতে চলে আসবে সেগুলি। এছাড়াও ২০টি ভেন্টিলেটরও কিনেছেন তিনি। যার মধ‍্যে ১০টি ইতিমধ‍্যেই বৃহন্মুম্বই পুরনিগমের হাতে তুলে দিয়েছেন অমিতাভ। বাকি ১০টিও কিছুদিনের মধ‍্যেই চলে আসবে। তার আগে দিল্লির শ্রী গুরু তেগ বাহাদু্র কোভিড কেয়ার সেন্টারেও দু কোটি টাকা অনুদান দিয়েছিলেন অমিতাভ।

সম্পর্কিত খবর

X