বাংলাহান্ট ডেস্ক: দুঃসময় কাটতে চাইছে না বচ্চন পরিবারে। কিছুদিন আগে নিজের পুরনো বন্ধুকে হারিয়ে শোট প্রকাশ করেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এবার ফের স্বজন হারানোর কষ্ট ভোগ করতে হল তাঁকে। নিজের দীর্ঘদিনের সঙ্গীকে হারালেন বিগ বি। সোশ্যাল মিডিয়ায় মন খারাপ করা বার্তা দিলেন তিনি।
নিজের বহুদিনের সঙ্গী, আদরের পোষ্য কুকুরকে হারিয়েছেন অমিতাভ। সোশ্যাল মিডিয়ায় পোষ্যর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। এক ছোট্ট গোল্ডেন রিট্রিভারের ছানাকে কোলে নিয়ে দাঁড়িয়ে অমিতাভ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার এক ছোট্ট বন্ধু। তারপর এরা বড় হয়ে যায়, তারপর একদিন ছেড়ে চলে যায়।’
পোষ্যর নাম জানাননি অমিতাভ। তবে পুরনো সঙ্গীকে হারিয়ে তিনি যে খুব কষ্ট পেয়েছেন তা তাঁর পোস্ট থেকেই স্পষ্ট। সেলিব্রিটিরা অনেকেই পোষ্য রাখেন শখ করে। কিন্তু তাদের মৃত্যুর পর স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েন সকলে। সোশ্যাল মিডিয়ায় এর আগেও অনেক সেলিব্রিটি পোষ্য হারানোর কষ্ট ব্যক্ত করেছেন।
কিছুদিন আগেই পরিচালক রাকেশ শর্মার প্রয়াণে ভেঙে পড়েছিলেন অমিতাভ। তিনি লিখেছিলেন, ‘দিনটা কি বিষন্ন। আরো একজন সহকর্মী ছেড়ে চলে গেলেন আমাদের, বিশেষ করে আমাকে। রাকেশ শর্মা, ‘জঞ্জির’ ছবিতে প্রকাশ মেহরার প্রথম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তারপর পিএম এর অন্যান্য ছবির স্বাধীন পরিচালক। হেরা ফেরি, খুন পসিনা, মিস্টার নটবরলাল, ইয়ারানার মতো আরো ছবির একক পরিচালক। সেটে এবং অন্যান্য হোলি আর অন্য অনুষ্ঠানে এত ভাল বন্ধুত্ব। একে একে সবাই চলে যায়।’
https://www.instagram.com/p/Ck_v4YQhNBC/?igshid=YmMyMTA2M2Y=
প্রসঙ্গত, শেষবার ‘উঁচাই’ ছবিতে দেখা গিয়েছে অমিতাভকে। তার আগে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। উঁচাই ছবিতে অমিতাভ ছাড়াও রয়েছেন অনুপম খের, বোমান ইরানি, ড্যানি ডেনজংপা, নীনা গুপ্তা, পরিণীতি চোপড়ারা।