বাংলাহান্ট ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাটানোর পরে এই ৮০ বছর বয়সেও একটানা কাজ করে চলেছেন তিনি। তাঁর সমসাময়িক অভিনেতা অভিনেত্রীরা কেউ কেউ পরপারে, বাকিরা সকলেই অবসর নিয়েছেন। কিন্তু বিগ বি থামেননি। বিগ বি থামতে জানেন না।
এই বয়সেও তাঁর উদ্যম এবং কাজের প্রতি নিষ্ঠা দেখার মতো। কউন বনেগা ক্রোড়পতি সঞ্চালনার পাশাপাশি ছবির শুটিংও করছেন তিনি। সেই সঙ্গে নিয়মিত ব্লগও লেখেন অমিতাভ। নিজের ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন ঘটনা, নিজের অনুভূতির কথা শেয়ার করেন তিনি।
সম্প্রতি নিজের ব্লগে কিছুটা অভিমান করেই কিছু কথা লিখেছেন অমিতাভ। প্রতি রবিবার তাঁর বাসস্থান জলসার বাইরে ভক্তদের ঢল নামে। অনুরাগীদের ‘দর্শন’ দেন বিগ বি। কিন্তু এখন ভক্তদের সংখ্যা নাকি আগের থেকে অনেক কমে গিয়েছে। সেই উন্মাদনাও নাকি আর দেখা যায় না, বক্তব্য অমিতাভের।
নিজের ব্লগে তিনি লিখেছেন, আগের থেকে মানুষের সংখ্যা কমে গিয়েছে। উৎসাহ অনেকটাই চাপা পড়ে গিয়েছে মোবাইল ক্যামেরায়। অমিতাভের কথায়, এটা একটা প্রমাণ যে সময় বদলাচ্ছে। কোনো কিছুই চিরন্তন নয়। অভিনেতা লিখেছেন, ভক্তদের সঙ্গে দেখা করাটা তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। অনুরাগীদের সামনে আসার আগে নিজের জুতো খুলে রাখেন তিনি।
প্রসঙ্গত, কিছুদিন আগে অমিতাভ জানিয়েছিলেন শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন তিনি। বাঁ পায়ের শিরা কেটে গিয়েছে অমিতাভের। নিজের ব্লগে এই খবর ভাগ করেছেন বিগ বি নিজেই। তিনি জানিয়েছেন, শুটিংয়ের সময়ে একটি ধাতব বস্তুর আঘাতে পায়ের শিরা কেটে যায় তাঁর।
সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে বেরোয় রক্ত। অমিতাভ লিখেছেন, ওই পরিস্থিতিতেও স্নায়ু শক্ত রেখে চিকিৎসককে ডাকেন তিনি। অভিনেতাকে নিয়ে সবাই ছোটেন হাসপাতালে। তারপর অপারেশন থিয়েটারে সেলাই পড়েছে ক্ষতের উপরে। কোনো রকমে রক্তপাত বন্ধ করা গিয়েছে।
চিকিৎসকরা আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন বিগ বিকে। উঠে দাঁড়ানো, হাঁটচলা সম্পূর্ণ বন্ধ। এমনকি ট্রেডমিলেও যাতে তিনি না হাঁটেন সেটাও স্পষ্ট করে দিয়েছেন চিকিৎসকরা।