বাংলাহান্ট ডেস্ক: এক বছরে দু দুবার চলচ্চিত্র উৎসবের আয়োজন হল শহরে। করোনা কালের দরুন পিছিয়ে যাওয়ার পর চলতি বছর গ্রীষ্মকালে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) আয়োজন করা হয়েছিল। আর এবার ডিসেম্বরে ২৮ তম চলচ্চিত্র উৎসব আয়োজিত হচ্ছে কলকাতায়। ১৫ ডিসেম্বর ধুমধাম করে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
তারকাদের আসরে মধ্যমণি হয়ে বসেছিলেন অমিতাভ বচ্চন। ৮০ বছরের অভিনেতা বেশ কয়েক বছর পর এলেন কলকাতা চলচ্চিত্র উৎসবে। বাংলার জামাইকে খাতির করায় কোনো খামতি রাখেনি টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন বলেন, অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) ভারতরত্ন দেওয়া উচিত।
এদিন KIFF এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার মতে, অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত। এমন আইকন আর পাওয়া যাবে না। দীর্ঘদিন ধরে ছবিতে কাজ করছেন, উনি মানুষ হিসাবে খুব বড়। ওঁর প্রতি আমরা কৃতজ্ঞ’। তিনি আরো বলেন, আনুষ্ঠানিক ভাবে না হলেও বাংলা থেকে আওয়াজ তোলা হবে অমিতাভের ভারতরত্নের জন্য। শাহরুখ, অমিতাভের জন্যই অনুষ্ঠান সফল হয়েছে।
এদিন মঞ্চে অমিতাভ বলেন, বাক স্বাধীনতা এবং মানুষের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হচ্ছে। সেটা মঞ্চে উপস্থিত সকলেই স্বীকার করবেন। অনেকে মনে করছেন, সোশ্যাল মিডিয়ায় নেতিবাচকতা নিয়ে শাহরুখের মন্তব্যকেই পরোক্ষ ভাবে সমর্থন করেছেন অমিতাভ।
এদিন শাহরুখ স্পষ্ট বলেন, ‘কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় নেতিবাচকতা ছড়াচ্ছেন। দুনিয়া যা কিছু করে নিক। আমি, আপনি আরো যতজন ইতিবাচক মানুষ আছেন, সকলে বেঁচে আছেন আর ইতিবাচক থাকবেন।’