নিঃশ্বাস নিতে পারছেন না! এই বয়সে মারাত্মক চোট পেলেন অমিতাভ

বাংলাহান্ট ডেস্ক: এই নিয়ে দ্বিতীয় বার। শুটিং করতে গিয়ে নিজের বড়সড় ক্ষতি করে বসলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। গুরুতর চোট পেয়েছেন তিনি। পাঁজরে মারাত্মক আঘাত পেয়েছেন সিনিয়র বচ্চন। হায়দ্রাবাদে ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিং করার সময়েই আঘাত পান তিনি। তাঁর পাঁজরের পেশিও ছিঁড়ে গিয়েছে বলে খবর।

আসন্ন প্রজেক্ট কে ছবিটি অ্যাকশন ধর্মী। অনেক দিন ধরেই চলছে শুটিং। জানা যাচ্ছে, এদিন একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। শুটের মাঝেই হঠাৎ চোট পান তিনি। সঙ্গে সঙ্গে শুটিং থামিয়ে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিগ বিকে। চোট স্ক্যান করানো হতে জানা যায়, ডানদিকের পাঁজরে চোট পেয়েছেন তিনি। ছিঁড়ে গিয়েছে পেশি।

amitabh bachchan cooking

আঘাত পাওয়ার খবর নিজেই জানিয়েছেন অমিতাভ। চিকিৎসকের পরামর্শ নিয়ে শুটিং বন্ধ করে মুম্বইয়ের বাড়িতে ফিরে এসেছেন তিনি। প্রবীণ অভিনেতা জানিয়েছেন, নিঃশ্বাস নেওয়ার সময় কষ্ট হচ্ছে তাঁর। আপাতত চিকিৎসকদের পরামর্শ মতো সম্পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি। চোট সারতে সারতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন অমিতাভ। তাই আপাতত সব কাজই তিনি স্থগিত রেখেছেন।

চোট আঘাত লাগতেই থাকে অমিতাভের। এর আগেও শুটিংয়ের সময়ে বড়সড় চোট লাগিয়ে বসেছিলেন তিনি। গত বছরেই বাঁ পায়ের শিরা কেটে যাওয়ার খবর দিয়েছিলেন অমিতাভ। শুটিংয়ের সময়ে একটি ধাতব বস্তুর আঘাতে পায়ের শিরা কেটে যায় তাঁর। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে বেরোয় রক্ত। ওই পরিস্থিতিতেও স্নায়ু শক্ত রেখে চিকিৎসককে ডাকেন তিনি। অভিনেতাকে নিয়ে সবাই ছোটেন হাসপাতালে।

৮০ বছরে পা দিয়েছেন বিগ বি। তবুও এই বয়সেও তিনি বাড়িতে বসে থাকার পাত্র নন। অবসর নেওয়ার বদলে ছুটোছুটি করে কাজ করছেন। অভিনয় করছেন একের পর এক ছবিতে। আগামীতে প্রজেক্ট কে ছবিতে দক্ষিণী সুপারস্টার প্রভাস এবং দীপিকা পাডুকোনের সঙ্গে দেখা যাবে অমিতাভকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর