দয়া করে দেখতে যাবেন, সিনেমা মুক্তির আগে হাত জোড় করে আর্জি অমিতাভের

বাংলাহান্ট ডেস্ক: ৮০ তেও হার না মানার অদম‍্য জেদের নাম অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। একজন ফ্লপ হিরো থেকে বলিউড তথা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন‍্যতম মহীরুহ হয়ে ওঠার সফরটা সহজ ছিল না। দীর্ঘ অভিনয় কেরিয়ারে বহু ছবিতে ভিন্ন ভিন্ন ধরণের চরিত্রে নিজের বহুমুখী প্রতিভা দেখিয়েছেন বিগ বি। এই বৃদ্ধ বয়সে এসেও তরুণ অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন তিনি। আগামীতে ‘উঁচাই’ ছবিতে দেখা যাবে তাঁকে।

অমিতাভ বচ্চনের সঙ্গে সঙ্গে অনুপম খের, বোমান ইরানি, নীনা গুপ্তাও রয়েছেন ছবিতে। তিন অভিনেতা অভিনেত্রী সম্প্রতি অতিথি হয়ে এসেছিলেন অমিতাভ সঞ্চালিত ‘কউন বনেগা ক্রোড়পতি’ তে। এখানেই নিজের টিমের সামনে দর্শকদের উদ্দেশে হাতজোড় করে একটি বার্তা রাখেন সিনিয়র বচ্চন।

Amitabh
তাঁকে বলতে শোনা যায়, ‘প্রেক্ষাগৃহে গিয়ে টিকিট কিনে সিনেমা দেখার যে আনন্দ তা অন‍্য রকমের। দয়া করে প্রেক্ষাগৃহে যাবেন আমাদের ছবি দেখতে। আজকাল খুব মারামারি হয়। কেউ প্রেক্ষাগৃহে যায়ই না ছবি দেখতে। হাতজোড় করে বলছি আপনাদের, টিকিট কেটে যাবেন দেখতে।’

এদিন নীনা গুপ্তা জানান, উঁচাই ছবির টিকিটের দাম ৩০০-৪০০ টাকা থেকে কমে মাত্র ১৫০ টাকায় দাঁড়িয়েছে। দর্শকরা যেন অবশ‍্যই ছবিটি দেখতে যায়। বলিউডের হাঁড়ির হাল কারোরই অজানা নয়। বিগত বেশ কমেক মাস ধরে একটি হিন্দি ছবিও টিকছে না প্রেক্ষাগৃহে। উপরন্তু বলিউডকে বয়কটের ডাক দিয়েছে দর্শকরা।

এমন পরিস্থিতিতে ভয় ধরেছে খোদ বিগ বির বুকেও। তাঁর আগের ছবি ব্রহ্মাস্ত্র নিয়েও কম বিতর্ক হয়নি। তবে শেষমেষ আটকানো যায়নি ছবির মুক্তি। মোটামুটি মন্দ সাড়া পায়নি ব্রহ্মাস্ত্র। এদিকে উঁচাই এর হাত ধরে বড়পর্দায় ফিরছেন পরিচালক সূরজ বরজাতিয়া। সেই ৭ বছর আগে সলমন খান অভিনীত প্রেম রতন ধন পায়ো ছবিটি পরিচালনা করেছিলেন। আগামী ১১ নভেম্বর মুক্তি পাবে উঁচাই।


Niranjana Nag

সম্পর্কিত খবর