নতুন সদস‍্য এল অমিতাভের পরিবারে, আবারো দাদু হলেন বিগ বি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বচ্চন পরিবারে আবারো খুশির খবর। অমিতাভ বচ্চনের (amitabh bachchan) ঘর আলো করে নতুন অতিথি এল। মা হলেন বিগ বির ভাগ্নী নয়না বচ্চন (naina bachchan)। এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। নয়নার স্বামী কুণাল কাপুরও (kunal kapoor) একজন জনপ্রিয় অভিনেতা। ২০১৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কুণাল ও নয়না।

সোশ‍্যাল মিডিয়ায় সুখবরটা জানিয়েছেন কুণাল। তিনি লেখেন, ‘আমাদের শুভানুধ‍্যায়ীদের জানাই, আমি ও নয়না এক পুত্রসন্তানের গর্বিত বাবা মা হয়েছি। এই আশীর্বাদের জন‍্য ঈশ্বরকে ধন‍্যবাদ জানাই।’ কমেন্ট বক্সে কার্যত শুভেচ্ছার বন‍্যা বয়ে গিয়েছে।


কুণালের ঘনিষ্ঠ বন্ধু হৃতিক রোশন শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘হৃতিক মাচুর তরফ থেকে’। সঙ্গে একগুচ্ছ হৃদয়ের ইমোজি। শুভেচ্ছা জানিয়েছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও। তিনি লিখেছেন, কুণাল ও নয়না খুব ভাল বাবা মা হবেন। কমেন্ট করেছেন নয়নার তুতো বোন শ্বেতা বচ্চনও। নিজের ব্লগে পরিবারে নতুন সদস‍্য আসার কথা জানিয়েছেন অমিতাভও।

জানিয়ে রাখি, নয়না হলেন অমিতাভের ভাই অজিতাভের মেয়ে। তবে তুতো দাদা অভিষেকের মতো তিনি অভিনয় ইন্ডাস্ট্রিতে আসেননি। নয়না ছিলেন পেশায় একজন ইনভেস্টমেন্ট ব‍্যাঙ্কার। তাঁর ও কুণালের বিয়েটাও অভিষেক ঐশ্বর্যর মতো ধুমধাম করে হয়নি। বরং পরিবারের সদস‍্যদের নিয়েই ছোটখাট অনুষ্ঠান করে বিয়ে সেরেছিলেন তিনি। আসলে অভিনেতা হলেও ব‍্যক্তিগত জীবন আড়ালেই রাখতে পছন্দ করেন কুণাল।

https://www.instagram.com/p/CZY5gx9v6q3/?utm_medium=copy_link

জানা যায়, তুতো বোন শ্বেতাই কুণাল ও নয়নার পরিচয় করান। বোনের বিয়ের পর অবশ‍্য একটি বড়সড় পার্টির আয়োজন করেছিলেন কুণাল ও নয়না। আমির খান, শাহরুখ খান, গৌরি খান, হৃতিক রোশন সহ বলিউডের তাবড় তারকাদের পাশাপাশি হলিউড তারকা এড শিরানও এসেছিলেন সেই পার্টিতে।

X