পুরুষাঙ্গের আকারে অমৃতার জন্মদিনের কেক, বেজায় অস্বস্তিতে সইফ! বিতর্কিত পার্টির ভিডিও ফের ভাইরাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো বলিউডে মাদক চক্র নিয়ে তদন্ত শুরু করতেই তোলপাড় শুরু হয় নেটমহলে। মাদক মামলায় সইফ আলি খান (saif ali khan) কন‍্যা সারা আলি খানের নাম উঠে আসতে সম্প্রতি বেশ চর্চায় রয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে খবরের শিরোনামে উঠে এসেছেন সইফ ও করিনাও।

মেয়ের এমন বিপদে তাঁর পাশে দাঁড়ানোর বদলে করিনাকে নিয়ে দিল্লি পাড়ি দেওয়ায় কম সমালোচনা শুনতে হয়নি অভিনেতাকে। এরই মাঝে ভাইরাল হয়েছে করিনা কাপুর খান (kareena kapoor khan) ও তাঁর গার্ল গ‍্যাং এর কিছু পুরনো ভিডিও (video) ও ছবি। দু বছর আগে মালাইকা অরোরার বোন অমৃতার অরোরার ৪০ তম জন্মদিন (birthday) পালনের ছবি ফের ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

অমৃতা অরোরার ৪০ তম জন্মদিনে সইফ, করিনা, করিশ্মা, মালাইকা সহ আরো বেশ কয়েকজন তারকা উপস্থিত ছিলেন। তবে বাচ্চাদের এই পার্টিতে আসার অনুমতি ছিল না। তাই তৈমুরকে দেখা যায়নি মা বাবার সঙ্গে। বোহো থিম রাখা হয়েছিল পার্টির। নেটিজেনদের চোখ কপালে তুলেছিল এই পার্টির ছবি।

তবে সবথেকে বেশি নজর কেড়েছিল অমৃতার জন্মদিনের কেকটি। এমনকি তিনি নিজেও লজ্জায় পড়ে গিয়েছিলেন কেকটি দেখে। আসলে পুরুষাঙ্গের আকারে বানানো হয়েছিল কেকটি। এমন কেক দেখে অমৃতা নিজেই তা সরিয়ে নিতে বলেছিলেন সবার সামনে থেকে। কিন্তু মালাইকার আবদারে শেষ পর্যন্ত তিনি তা কাটতে বাধ‍্য হন।

 

https://youtu.be/h1UkV0tVehQ

সইফকে দেখা গিয়েছিল এক কোনে দাঁড়িয়ে ছবি তুলতে। অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন তিনিও। পার্টিতে উপস্থিত সকলেই নেশায় চুর অবস্থায় ছিলেন। করিনা এতটাই নেশাগ্রস্ত ছিলেন যে ছবির জন‍্য পোজ দেওয়ার সময় সইফের কোলেই বসে পড়েন। এই সব ছবি, ভিডিও ফের একবার ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়।

সম্পর্কিত খবর

X