বাংলাহান্ট ডেস্ক : আন্দোলন (Protest) থামাতে অন্য অভিনেত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ করে চর্চায় উঠে এলেন পরীমণি (Pori Moni)। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন সংক্রান্ত বিষয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়েছে সে দেশের সোশ্যাল মিডিয়ায়। সেখানে অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবার মতো আওয়ামী লীগ ঘনিষ্ঠ অভিনেত্রীদের আন্দোলন (Protest) দমানোর পক্ষে মন্তব্য করতে দেখা যায়। বিষয়টি নিয়ে তীব্র ধিক্কার জানিয়ে প্রকাশ্যে থুতু ছেটালেন পরীমণি।
ভাইরাল স্ক্রিনশটে আন্দোলন (Protest) থামানোর পরিকল্পনা
ঠিক কী হয়েছে বিষয়টা? মঙ্গলবার ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়। সে দেশের প্রাক্তন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হয়। সেই স্ক্রিনশট থেকে জানা যায়, অরুণা বিশ্বাস, সোহানা সাবার মতো অভিনেত্রীরা ছিলেন ছাত্র আন্দোলনের (Protest) বিপক্ষে। এমনকি আন্দোলন দমানোর জন্য নানান পরামর্শও দিয়েছিলেন তাঁরা। এমনি একটি স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ উগরে দিলেন পরীমণি।
আরো পড়ুন : Dev: ‘মেয়েদের বাঁচাতে না পারলে কন্যাশ্রী-রূপশ্রীর কোনো মানে নেই’, আরজিকর নিয়ে বিষ্ফোরক দেব
ধিক্কার দিলেন পরীমণি
বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের ফটো কার্ড শেয়ার করেছেন পরীমণি। অরুণা বিশ্বাসকে তীব্র কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘অমানুষ! হিংস্র ! লোভি! এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে থু’। পরীমণির এই প্রতিক্রিয়া নিয়ে চর্চা শুরু হয়েছে নেট মাধ্যমে। অনেকে প্রশংসাও করেছেন পরীমণির।
আরো পড়ুন : Anushka Sharma: ‘আদর্শ মা হতে পারিনি’, ছেলেমেয়ে ভামিকা-অকায়কে নিয়ে বিষ্ফোরক অনুষ্কা
কী জানা গিয়েছে স্ক্রিনশট থেকে
এই ভাইরাল স্ক্রিনশট থেকে এও জানা গিয়েছে, বাংলাদেশের বাইরে থাকলেও অভিনেতা জায়েদ খান আন্দোলন (Protest) থামাতে সক্রিয় ছিলেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি সক্রিয় ছিলেন বলে জানা গিয়েছে। ‘একপেশে চিৎকার আর সস্তা আবেগে ওরা জাস্ট একটা ট্রমার মধ্যে রেখেছিল দেশটাকে’, এমন মন্তব্যও করতে দেখা গিয়েছে তাঁকে। স্ক্রিনশট থেকে দেখা গিয়েছে, অভিনেত্রী অরুণা বিশ্বাস মন্তব্য করেছেন, ‘ছাত্রদের উপরে গরম জল দিলেই হবে’।
জানা যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন অভিনেত্রী শামিমা তুষ্টি, সাজু খাদেম, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, রিয়াজ সহ আরো অনেকেই। বিষয়টিকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে এর বিচার দাবি করেছেন গ্রুপের নির্মাতা মোস্তাফা সরয়ার ফারুকী।