BIG BREAKING: কেরলের কোঝিকোড়ে ১৮০ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাগ্রস্ত!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কেরলের (kerala) কোঝিকোড় (Kozhikode) বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান রানওয়েতে থেকে বেরিয়ে যায় (Air India Express plane skidded)। এরফলে বড়সড় দুর্ঘটনার খবর সামনে আসছে। রানওয়েতে বিমান স্লিপ খাওয়ার পর ক্র্যাশ হয়ে যায় আর বিমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই বিমান দুবাই (Dubai) থেকে আসছিল। শোনা যাচ্ছে যে, এই বিমানে ১৮০ জন যাত্রী সওয়ার ছিলেন। এই দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

সম্পর্কিত খবর

X