‘দ‍্য কাশ্মীর ফাইলস’ দেখতে যাবেন? বিনামূল‍্যে প্রেক্ষাগৃহে নিয়ে যাচ্ছেন এই অটো চালক!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এখনো দেখে উঠতে পারেননি সবথেকে চর্চিত ছবি ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)? দেখতে যাবেন ভাবছেন? এই অটো চালক বিনামূল‍্যেই সেই সব যাত্রীদের নিয়ে যাচ্ছেন যারা এই ছবি দেখতে যাচ্ছেন। এমনি এক অটো চালকের ভিডিও এই মুহূর্তে ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। শেয়ার করেছেন খোদ পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

ওই অটো চালক মুম্বইয়ের। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেক্ষাগৃহে দুজন মহিলা দ‍্য কাশ্মীর ফাইলস দেখতে এসেছেন। কিন্তু বৃদ্ধা যাত্রীর থেকে ভাড়া নিতে নারাজ অটো চালক। যিনি ভিডিও করছিলেন তিনি অনেক বার অনুরোধ করলেন ভাড়াটা নিয়ে নিতে। কিন্তু অটো চালক নিজের বক্তব‍্যে অনড়।


তিনি জানান, এই ছবিটি সকলেরই দেখা উচিত। তাই তিনি ঠিক করেছেন যারা ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ দেখতে আসবেন তাঁর অটোতে চেপে, সেইসব যাত্রীদের থেকে কোনো ভাড়া নেবেন না তিনি। জনসেবা করতে চান বলে জানিয়েছেন ওই অটো চালক। কৃতজ্ঞ বিবেক অগ্নিহোত্রী ভিডিওটি শেয়ার করে প্রণাম জানিয়েছেন ওই অটো চালককে।

প্রসঙ্গত, ইতিমধ‍্যেই ২০০ র মাইলফলক ছুঁয়ে ফেলেছে দ‍্য কাশ্মীর ফাইলস। দশম দিনে রেকর্ড ব‍্যবসা করেছিল এই ছবি। মুক্তির পর দশম দিনে ২৬.২০ কোটি টাকার ব‍্যবসা করেছিল এই ছবি। ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, যদি অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’ বেশ কিছু স্ক্রিন দখল করে না নিত তাহলে একদিনে ৩৫ কোটি টাকার ব‍্যবসাও করে ফেলতে পারত কাশ্মীর ফাইলস।

তখনি সম্ভাবনা ছিল, সপ্তাহের শেষে অনায়াসেই ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে কাশ্মীর ফাইলস। আর হলও সেটাই। ২০০ কোটি ছাড়িয়ে গিয়েছে দ‍্য কাশ্মীর ফাইলসের ব‍্যবসা। সমসাময়িক অন‍্যান‍্য ছবিগুলি থেকে এই ছবির টিকিটের চাহিদা বেশি বলেই জানা যাচ্ছে।

সম্পর্কিত খবর

X