বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন একদম শেষ পর্যায়ে পৌঁছেছে। সোমবার সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ চলছে। এই দফায়, আজমগড়ের একজন বয়স্ক ব্যক্তি হরিলাল প্রায় ৩ কিলোমিটার একটি ভ্যান টেনে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে পৌঁছেছিলেন।
তার স্ত্রী ছাড়াও একজন প্রতিবন্ধী মহিলাও সেই গাড়িতে ছিলেন। হরিলাল জানান, তার কোমরে সমস্যা রয়েছে এবং তার স্ত্রীর স্বাস্থ্য ভালো নয়, তাই তিনি এই গাড়ি নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছেছেন। তিনি বলেন, আমি মনে করি না যে রাজ্য থেকে ৫০০, ১০০০ টাকা নিয়ে আমার স্ত্রী সুস্থ হয়ে যাবেন। আজমগড় সদর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা হরিলাল আদর্শ ভোট কেন্দ্র শিবলী মহাবিদ্যালয়ে তার পরিবারের সাথে ভোট দিয়েছেন।
#WATCH | Azamgarh: An elderly person reaches polling booth by pulling a cart, with his wife who has a fracture & a handicapped woman on it. "I've back problem & my wife also not well, hence, used this cart. We've no expectations. Can Rs 500, 1000 (given by state)cure us?" he said pic.twitter.com/tn0RcvwMrC
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 7, 2022
উল্লেখ্য, এবারের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে নতুন ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, এবার আজমগড় জেলায় ৪৬ হাজার ৬০৪ জন নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আজমগড় বিধানসভা কেন্দ্রে সর্বাধিক ৫৫৯২ জন এবং ফুলপুর পাওয়াইতে সর্বনিম্ন ৩৯১৪ জন নতুন ভোটার রয়েছে৷ ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারদের মধ্যে প্রথমবারের মতো ভোট দেওয়া নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।
উল্লেখ্য, উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যে এবার নির্বাচন হচ্ছে। পাঁচটি রাজ্য হল গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশ। বাকি রাজ্যগুলোতে আগেই ভোট সম্পন্ন হয়েছে। আজ উত্তর প্রদেশের শেষ দফার নির্বাচন আগামী ১০ তারিখ এই পাঁচ রাজ্যের ভোট গণনা হবে।