বাংলা হান্ট ডেস্ক: চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো ও উস্কানিমূলক মন্তব্য করায় অভিযুক্ত হলেন এক ইঞ্জিনিয়ার। মঙ্গলবার ফেসবুকে তাঁর করা মন্তব্য ঘিরে নিন্দার ঝড় ওঠে। এর পরেই চিকিৎসক সংগঠন ডোপা-র তরফে লালবাজারে সাইবার সেলে অভিযোগ জানানো হয় পার্থ রায় নামে ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। বিপাকে পড়ে ফেসবুকেই নিঃশর্ত ক্ষমা চান ওই ব্যক্তি।
রোগী-পরিজনের হাতে অসমের চিকিৎসক দেবেন দত্তের খুনের ঘটনা নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তাল সোশ্যাল মিডিয়া। চিকিৎসকদের করা হাজারও আক্ষেপের ভিড়েই আচমকা পার্থ চিকিৎকদের সম্পর্কে লাগাতার ঘৃণ্য মন্তব্য করতে শুরু করেন। এতেই ক্ষোভ ছড়ায় ডাক্তার মহলে। বিভিন্ন পেশার মানুষও নিন্দায় সরব হন। বিকেলে ডোপা-র তরফে অভিযোগ করা হয় পুলিশে। তার পরই সুর বদলায় পার্থর। ফেসবুকে তিনি লেখেন, মন্তব্যের জন্য তিনি লজ্জিত। প্রয়াত চিকিৎসক দেবেন দত্তের পরিবারের প্রতিও সমবেদনা ব্যক্ত করেন তিনি।