বাংলাহান্ট ডেস্ক : স্নাতকোত্তর হওয়ার পর থেকেই স্বচ্ছ ভারত অভিযানে যোগ দেন এই যুবক।পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার চব্বিশ বছরের বিবেক তার পেশা এবং তার জীবনযাত্রার মান বজায় রাখতে পরিবেশ এর দায়িত্ব কিন্তু কখনো ভোলেনি । কলেজ থেকেই পরিবেশ ও প্রকৃতি নিয়ে তিনি সচেতন ছিলেন।
তিনি নিজেও জানায় পুনে বা অন্যান্য শহরগুলিতে, যেখানেই সুযোগ পেলে প্রতিটি ক্লিন-আপ ড্রাইভে অংশ নেবেন এবং নিজেই অনেকগুলি ড্রাইভ করবে। গত বছরের
জুন মাস থেকে তিনি তার কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে শহরে প্রায় দশ টি পাইলট প্লাগিং ড্রাইভ পরিচালনা করেছিলেন। এর আগেই অবশ্য তিনি ছুটির দিনে গুলিতে বন্ধুদের সাথে একজায়গায় বসে এই সব প্ল্যান করে নিতেন। তারা প্লাস্টিকের বোতল, কাচের বোতল, পলিথিন, মোড়কের প্যাক ইত্যাদির মতো পড়ে থাকা আবর্জনা সংগ্রহ করার সময় ছিলো ভর্তি বেলা। অর্থাৎ জগিং করার সময় তারা এই কাজ করতেন.। তিনি এছাড়াও আরও কুড়ি জনকে এই কাজে যুক্ত করে ফেলেন।
পুনে ব্লগারস’ নামক এই সংগঠন চালিয়ে ছিলেন বিবেক। তিনি সিদ্ধান্ত নেন যে প্রতি সপ্তাহান্তে বিভিন্ন এলাকায় প্রচার করবেন আর মুলত পার্কগুলিতে বেশি লোক যাওয়ার ফলে লোকেরা বেশি নোংরা করে ওখানে প্রচার চালাবে।আর প্রতিটি এলাকায় একটি দল গঠন করা যা নিয়মিতভাবে ওই অঞ্চলে চলাফেরা করে এবং তার সাথে নতুন লোক যুক্ত করে এরকম একটা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করাও হয়। সব মিলিয়ে এইভাবে কাজ করতে পারলে একদিন নিশ্চই এই এলাকার নয় পৃথিবীতে নিশ্চই দূষণ কমানো সম্ভব হবে।