গুরুত্বপূর্ণ এক চুক্তির পথে ভারত ও রাশিয়া! তাকিয়ে দেখবে গোটা বিশ্ব

বাংলা হান্ট ডেস্ক: কথায় আছে, “পুরোনো বন্ধুরা সবসময় কাজে আসে।” এমতাবস্থায়, রাশিয়া ও ভারতের বর্তমান প্রেক্ষাপটে এই কথাটির প্রসঙ্গ উপস্থাপিত করলে অত্যুক্তি হবে না। মূলত, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের সময়, যেখানে পুরো বিশ্ব রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে সেদিকে ভারত ও রাশিয়ার ঘনিষ্ঠতা ক্রমশ বাড়ছে। এদিকে, এখন খবর পাওয়া গিয়েছে যে, উভয় দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এবং ব্যাঙ্ক অফ রাশিয়া আগামী সপ্তাহেই একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে।

সহজ হবে পেমেন্ট সিস্টেম:
জানা গিয়েছে যে, এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থ প্রদান ব্যবস্থার প্রসঙ্গে বৈঠকটি সম্পন্ন হতে পারে। এমতাবস্থায়, দুই দেশ সম্মত হলেই ভারত ও রাশিয়ায় মধ্যে অর্থ প্রদান সহজ হবে এবং কোনো ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও লঙ্ঘিত হবে না। উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা আরও কঠোর হচ্ছে।

Loro বা Nostro অ্যাকাউন্ট খোলার বিষয়ে আলোচনা:
উভয় কেন্দ্রীয় ব্যাঙ্কের কর্মকর্তারা আগামী সপ্তাহে Loro বা Nostro-র মত অ্যাকাউন্ট খোলার বিষয়ে আলোচনা করতে মিলিত হতে পারেন। এর মধ্যে প্রথমটি হল একটি তৃতীয় পক্ষের অ্যাকাউন্ট যেখানে একটি ব্যাঙ্ক দেশের অন্য ব্যাঙ্কের জন্য অ্যাকাউন্ট খোলে। পাশাপাশি, দ্বিতীয় বিকল্পে, একটি ব্যাঙ্ক অন্য দেশের একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে সক্ষম হয়।

এই প্রসঙ্গে সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, উভয় দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক চেষ্টা করবে কিভাবে এই অ্যাকাউন্টগুলি ভারতীয় এবং রাশিয়ান মুদ্রায় খোলা যেতে পারে। পাশাপাশি, মনে করা হচ্ছে বুধ ও বৃহস্পতিবার দিল্লিতে এই দু’দিনের বৈঠক হতে পারে। এদিকে, কেন্দ্রীয় ব্যাঙ্ক ছাড়াও উভয় দেশের মন্ত্রণালয়, ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

যদিও আরবিআই এবং ব্যাঙ্ক অফ রাশিয়া এই বিষয়ে কোনো তথ্য এখনও পর্যন্ত প্রকাশ করেনি। তবে, জানা গিয়েছে, এসবিআই, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক এবং Indusind ব্যাঙ্কের প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দিতে পারেন। এছাড়াও NPCI এবং FEDAI-এর আধিকারিকরাও অংশ নিতে পারেন।

পুরোনো বন্ধু এখন আরও কাছে আসছে:
মূলত, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের পর বিশ্বের একাধিক দেশ যখন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে, তখন রাশিয়া ভারতকে ছাড়ের সাথে অপরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দেয়। এর প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া এখন ভারতে দ্বিতীয় বৃহত্তম তেল আমদানিকারক হয়ে উঠেছে।

modi putin pti1

এমনকি, এক্ষেত্রে সৌদি আরবকেও পেছনে ফেলেছে রাশিয়া। পাশাপাশি, বর্তমানে ভারত সবথেকে বেশি অপরিশোধিত তেল ইরাক থেকে আমদানি করে। পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় তেল শোধনাগারগুলি গত মে মাসে রাশিয়া থেকে প্রায় ২৫ মিলিয়ন ব্যারেল তেল কিনেছিল। যেটি ভারতের মোট তেল আমদানির ১৬ শতাংশেরও বেশি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর