বাংলাহান্ট ডেস্ক: কয়েক মাস পর আবারো বাংলা সেরার তকমা ফিরে পেতে সফল হয়েছে ‘মিঠাই’ (Mithai)। এতদিন স্টার জলসার ‘গাঁটছড়া’র কাছে হেরে দ্বিতীয় স্থান নিয়েই খুশি থাকতে হচ্ছিল মোদক পরিবারকে। তবে চলতি সপ্তাহে গোটা টিআরপি তালিকা ওলটপালট। আবারো স্বমহিমায় প্রথম স্থানে মিঠাইরাণী। সেলিব্রেশনের মাঝেই খবর, আবারো মুখবদল হচ্ছে মিঠাইতে।
সিরিয়াল শুরু হওয়ার পরপরই বার কয়েক মুখ বদল হয়েছে সিরিয়ালের চরিত্রগুলির। প্রথমেই নন্দা চরিত্রাভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী ছেড়ে দেন সিরিয়াল। তাঁর বদলে নন্দার চরিত্রে অভিনয় শুরু করেন কৌশাম্বী চক্রবর্তী। পরবর্তীকালে অবশ্য জানা গিয়েছিল, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই মিঠাই ছাড়তে বাধ্য হন প্রিয়ম।
এখন ছেলে সামলে আবার জি বাংলারই ‘গৌরী এলো’ সিরিয়ালে ফিরেছেন তিনি। দ্বিতীয় মুখ বদল হল স্যান্ডি চরিত্রে। প্রথমে এই চরিত্রটিতে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিলেন অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস। হঠাৎ করেই বলা নেই কওয়া নেই, সিরিয়াল ছেড়ে দেন তিনি।
দর্শকরা রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন বিশ্বাবসু সিরিয়াল ছেড়ে দেওয়ায়। যদিও তিনি কেন এই সিদ্ধান্ত নেন তা জানা যায়নি। তবে গুঞ্জন চলেছিল অনেকদিন। এখন অবশ্য নতুন স্যান্ডি ওঙ্কার ভট্টাচার্যও সবার মন জিতে নিয়েছেন। এবার ফের পুরুষ চরিত্রেরই মুখ বদল হওয়ার খবরে চমকেছেন নেটিজেনরা।
জানা যাচ্ছে, সিদ্ধার্থের পিসেমশাই ব্রতীনের চরিত্রে বদল হতে চলেছে অভিনেতা। বহুদিন হয়ে গিয়েছে সিডের পিসেমশাইকে দেখা যায় না গল্পে। শুরুর দিকে তাঁর চরিত্রটিকে খলনায়ক হিসাবেই দেখানো হয়েছিল। বাড়ির জামাই সকলের সামনে ভাল সাজলেও আড়ালে সোমকে উসকানি দিতেন মোদক পরিবারের বিরুদ্ধে।
আপাতত গল্প অনুযায়ী, কর্মসূত্রে কলকাতার বাইরে রয়েছে ব্রতীন। তবে শোনা যাচ্ছে, খুব শিগগিরি তিনি আবারো মূল গল্পে ফিরবেন। তবে আগে এই চরিত্রে দেখা যেত অরিজিৎ চৌধুরীকে। মিঠাইতে দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও স্টার জলসার গাঁটছড়া ও মন ফাগুন সিরিয়ালে অভিনয় করছেন তিনি।
হঠাৎ কেন তিনি মিঠাই ছেড়ে দিলেন তা জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, সময়ের অভাবেই সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত তাঁর। এবার থেকে ব্রতীনের চরিত্রে দেখা যাবে ‘জীবনসাথী’ খ্যাত জনপ্রিয় খলনায়ক রাজা চট্টোপাধ্যায়কে। সিডের পিসেমশাইয়ের নতুন করে এনট্রি মোদক পরিবারে কী টুইস্ট নিয়ে আসে সেটাই এখন দেখার অপেক্ষা।