বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর থেকেই ‘অ্যাকশনে’ সরকার। গত মঙ্গলবার পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটককে খুন করে জঙ্গিরা। রক্তে ভিজেছে ‘ভূস্বর্গে’র মাটি। এরপর থেকেই একের পর এক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র (Central Government)। এবার এক রাজ্যের বুকে চলল অবৈধ অনুপ্রবেশের (Illegal Immigration) বিরুদ্ধে ‘সার্জিক্যাল স্ট্রাইক’। হাজারের বেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে বলে খবর।
অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ‘অ্যাকশন’!- (Illegal Immigration)
বাংলাদেশি থেকে রোহিঙ্গা, এদেশে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী থাকেন। পশ্চিমবঙ্গেও অবৈধ অনুপ্রবেশ ইস্যু নিয়ে মাঝেমধ্যে সরব হন বিরোধীরা। তবে এই ‘অ্যাকশন’ বাংলায় হয়নি, বরং হয়েছে গুজরাটে। অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে এটি অন্যতম বৃহৎ ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ আজ এই মুহূর্তে চাকরি দিতে পারবেন? সুপার নিউমেরারি পোস্ট নিয়ে মামলায় বড় নির্দেশ হাইকোর্টের
জানা যাচ্ছে, শুক্রবার গভীর রাত থেকে অভিযানে নামে আমেদাবাদ ক্রাইম বাঞ্চ (Ahmedabad Crime Branch)। তাদের সঙ্গে আরও বেশ কয়েকটি টিম ছিল। সবাই একসঙ্গে মিলে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালায়, চলে ধরপাকড়। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি অজিত রাজিয়ান জানিয়েছেন, ৪০০-র বেশি সন্দেহজনক অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, পাকিস্তানি, বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছিল। মোট ১০২২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে আহমেদাবাদ থেকে নারী, পুরুষ, শিশু মিলিয়ে মোট ৮৯০ জন এবং সুরাট থেকে নারী, পুরুষ, শিশু মিলিয়ে মোট ১৩২ জনকে আটক করেছেন গোয়েন্দারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার কাশ্মীরের বুকে জঙ্গি হামলার পরেই সামনে এসেছে বেশ কয়েকটি তথ্য। পর্যটকে ভরপুর বৈসরণে নিরাপত্তায় ফাঁকফোকর ছিল সেটা মেনে নিয়েছে কেন্দ্র। সর্বদলীয় বৈঠকে তার কারণও জানিয়েছে সরকার। এরপরেই গুজরাটের বুকে অবৈধ অনুপ্রবেশকারীদের (Illegal Immigration) বিরুদ্ধে এই ‘অ্যাকশন’ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এরপর দেশের আরও নানান রাজ্যও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ‘সার্জিক্যাল স্ট্রাইকে’ নামে কিনা সেটাই দেখার।