বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তির তকমা যাঁর কাছে রয়েছে তিনি হলেন টেসলা (Tesla) এবং SpaceX-এর কর্ণধার ইলন মাস্ক (Elon Musk)। আপাতত, তাঁর মোট সম্পদের পরিমান হল ২৫১.৬ বিলিয়ন ডলার। পাশাপাশি, আমাদের দেশের অন্যতম ধনকুবের হলেন Mahindra and Mahindra-র চেয়ারপার্সন আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। এমতাবস্থায়, সোশ্যাল মিডিয়ায় মাহিন্দ্রা অত্যন্ত সক্রিয় থাকেন।
সর্বোপরি, প্রায়শই তিনি সমাজের প্রান্তিক শ্রেণির মানুষদের প্রসঙ্গ তুলে আনেন তাঁর টুইট মারফত। পাশাপাশি, তাঁদের উদ্দেশ্যে বাড়িয়ে দেন সাহায্যের হাতও। যে কারণে দিন দিন নেটমাধ্যমে জনপ্রিয়তা বাড়ছে মাহিন্দ্রার। এমতাবস্থায়, তাঁর সাম্প্রতিক একটি টুইট তুমুলভাবে আলোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মূলত, গাড়ি উৎপাদন নিয়ে টেসলার সিইও ইলন মাস্কের একটি টুইটের জবাব দিতে দেখা গিয়েছে মাহিন্দ্রাকে।
ক্যাশ ফ্লো-এর সাথে উৎপাদন কঠিন হয়ে দাঁড়িয়েছে: মূলত, ইলন মাস্ক সম্প্রতি ব্রিটিশ প্রযুক্তি সংস্থা ডাইসনের বৈদ্যুতিক গাড়ি তৈরির ব্যর্থ প্রচেষ্টা সম্পর্কিত একটি কাহিনি প্রসঙ্গে একটি টুইট করেন। যেখানে তিনি বলেন, “উৎপাদন সত্যিই কঠিন। পজিটিভ ক্যাশ ফ্লো-র সাথে উৎপাদন অত্যন্ত কঠিন।” পাশাপাশি, ইলন মাস্ক আরও বলেন, বর্তমানে বড় গাড়ি নির্মাতারা তাদের গাড়ি ন্যূনতম থেকে শূন্য মার্জিনে বিক্রি করে। তারা যন্ত্রাংশ প্রতিস্থাপন থেকেও আয় করে। এই প্রসঙ্গে রেজার ও ব্লেডের উদাহরণ দিয়ে তিনি বলেন, নতুন গাড়ি কোম্পানিগুলো এসব সুবিধা পায় না। পাশাপাশি, তাদের বিক্রয় এবং পরিষেবা পরিকাঠামোরও অভাব রয়েছে বলে জানান তিনি।
চ্যালেঞ্জের কথা জানিয়েছেন আনন্দ মাহিন্দ্রাও: এমতাবস্থায়, ইলন মাস্কের এই টুইটের পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েছেন আনন্দ মাহিন্দ্রা। ভারতের জনপ্রিয় বিজনেস টাইকুন আনন্দ মাহিন্দ্রা মাস্কের সাথে সহমত পোষণ করেছেন। যদিও, তিনি এটাও বোঝানোর চেষ্টা করেন যে, নির্মাতারা কিভাবে এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে চেষ্টা করছে। এই প্রসঙ্গে মাহিন্দ্রা লিখেছেন, “ইলন মাস্ক, আপনি এই কথা বলেছেন। যুগ যুগ ধরে আমরা এটা করে আসছি। এখনো ঘাম বেয়ে চলেছে। এটা আমাদের জীবনযাপনের উপায়…” এদিকে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মাহিন্দ্রার এই টুইটটি ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার জন নিজেদের প্রতিক্রিয়া জানাতে থাকেন।
মাহিন্দ্রার রেকর্ড বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, Mahindra কোম্পানি সম্প্রতি Mahindra XUV700 লঞ্চ করেছে। যেটি বর্তমানে অন্যতম জনপ্রিয় গাড়ি হিসেবে বিবেচিত হচ্ছে। রিপোর্ট অনুসারে, সংস্থাটি গত বছরের তুলনায় আগস্ট মাসে অভ্যন্তরীণ বাজারে যাত্রীবাহী গাড়ির বিক্রির ক্ষেত্রে ১৭ শতাংশ বৃদ্ধি লাভ করেছে।