‘বহু বিতর্কে জড়িয়েছে, অভিনয়ে থাকলে হয়তো…’, জয়ের স্মৃতিতে আবেগঘন প্রাক্তন স্ত্রী অনন্যা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বিনোদন তথা রাজনৈতিক দুনিয়ায় ফের নক্ষত্রপতন। দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ্যাত অভিনেতা তথা রাজনীতিবিদ জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee)। গত ১৫ ই অগাস্ট থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চলছিল মরণপণ লড়াই। কিন্তু জীবন সায়াহ্নে এসে হার মারলেন প্রবাদপ্রতিম অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ প্রাক্তন স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় (Ananya Banerjee)।

জয় বন্দ্যোপাধ্যায়ের (Joy Banerjee) স্মৃতিতে ডুব প্রাক্তন স্ত্রী অনন্যার

জয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী ছিলেন তিনি। দুজনেই অভিনয় জগৎ এবং রাজনৈতিক জগতের মানুষ। ভালোবেসেই বিয়ে করেছিলেন। কিন্তু টেকেনি সংসার। আনন্দবাজার অনলাইনের হয়ে কলম ধরে স্মৃতিতে ডুব দিলেন অনন্যা। জানালেন, জয় (Joy Banerjee) ছিলেন তাঁর কলেজ জীবনের ‘ক্রাশ’। অভিনেতার জীবনশক্তির প্রতি আকর্ষিত হয়েছিলেন তিনি। অনন্যার মায়েরও খুব প্রিয় অভিনেতা ছিলেন জয় (Joy Banerjee)। অভিনেতার ছবি একসময় তিনি নিয়মিত দেখতেন বলে জানান।

Ananya Banerjee shared memories of late joy banerjee

কেন অভিনয় ছাড়লেন তিনি: এই বাংলা জয় বন্দ্যোপাধ্যায়কে (Joy Banerjee) দুরকম ভাবে পেয়েছে। অভিনেতা জয় দাপটের সঙ্গে রাজত্ব করেছিলেন ইন্ডাস্ট্রিতে। তাঁর ঝুলিতে উঠেছিল জাতীয় পুরস্কার। সুখেন দাস, অঞ্জন চৌধুরীর ছবিতে তাঁর অভিনয় আজও অনেকের মনে গেঁথে রয়েছে। কিন্তু তিনিও একসময় অভিনয় বিমুখ হলেন। তাঁর প্রথম স্ত্রীর মতে, ‘অনন্যা’ ছবির ব্যর্থতায় আগ্রহ হারিয়ে ফেলেছিলেন জয় (Joy Banerjee)। উপরন্তু কিশোর কুমারের মৃত্যু আরোই ভেঙে দিয়েছিল তাঁকে।

আরও পড়ুন : ‘গৃহবন্দি’ ছিলেন জগদীপ ধনকড়? তড়িঘড়ি কেন পদত্যাগ? মুখ খুলেই শাহ বললেন…

রাজনীতিবিদ জয় ছিলেন স্পষ্টবক্তা: সে সময় কিশোর কুমারের সুপারহিট দশটা গানের মধ্যে প্রথম দুটিই থাকত জয় অভিনীত ছবির। কিংবদন্তি গায়কের মৃত্যুতে জয় (Joy Banerjee) বলেছিলেন, ‘আর আমার গান কে গাইবে?’ তবুও অনন্যার মতে, অভিনয় জগতে থাকলে জয় আরও অনেক ভালো ছবি উপহার দিতে পারতেন। রাজনীতিবিদ জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) মানুষটি, অনন্যার মতে ছিল খুবই ‘স্পষ্টবক্তা’। সেই কারণেই হয়তো এত বিতর্কে জড়িয়েছিলেন।

আরও পড়ুন : ইলিশ বলে অন্য মাছ গছিয়ে দিচ্ছে না তো? ‘খাঁটি’ কিনা বুঝুন এই কয়েকটি সহজ ট্রিকসে

অনন্যা বলেন, তিনি অভিনেতা বা রাজনীতিবিদ জয় নয়, বরং মানুষ জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘর বেঁধেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন স্বাধীনচেতা, রঙিন জীবনযাপনে বিশ্বাসী। বাবা-মা অন্ত প্রাণ, অত্যন্ত সুবক্তা। অনন্যার কথায়, যে কোনও মানুষকে কথার জালে বন্দি করতে পারতেন তিনি। একসঙ্গে ঘর বাঁধলেও শেষ পর্যন্ত তা টেকেনি। তবে জয় হাসপাতালে থাকাকালীন কাজের ফাঁকে গিয়েছেন অনন্যা। পাশে থেকেছেন তাঁর পরিবারের। অভিনেতার বিদায়বেলাতেও তাঁর পাশেই থাকবেন বলে জানান অনন্যা।