মাদক কাণ্ডের জেরে কেরিয়ারে কোপ, দক্ষিণী সুপারস্টারের ছবি থেকে বাদ পড়লেন অনন‍্যা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাদক কাণ্ডে আরিয়ান খান ও অনন‍্যা পাণ্ডের (ananya pandey) সংযোগ নিয়ে উত্তাল বলিউড। গত ২ রা অক্টোবর এক বিলাসবহুল ক্রুজ পার্টি থেকে গ্রেফতার হন আরিয়ান। তাঁর বিরুদ্ধে উঠেছে মাদক সেবনের অভিযোগ। দু সপ্তাহ ধরে জেলবন্দি রয়েছেন শাহরুখ পুত্র। এবার তাঁর সঙ্গে সঙ্গে ফেঁসেছেন চাঙ্কি পাণ্ডে কন‍্যাও। অনন‍্যার সঙ্গে আরিয়ানের মাদক সম্পর্কিত হোয়াটসঅ্যাপ চ‍্যাট মিলেছে বলে খবর NCB সুত্রে।

বৃহস্পতি, শুক্র পরপর দু দিন NCB র জেরার সম্মুখীন হয়েছেন অনন‍্যা‌। শোনা যাচ্ছে সোমবার ফের তাঁকে তলব করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর জেরেই এবার অনন‍্যার কেরিয়ার সঙ্কটে পড়েছে বলে খবর। দক্ষিণী ইন্ডাস্ট্রির একটি ছবি থেকে নাকি বাদ দেওয়া হয়েছে অনন‍্যা পাণ্ডের নাম।


দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের আগামী ছবি ‘থালাপতি ৬৬’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল অনন‍্যার। কিন্তু এখন মাদক কাণ্ডে তাঁর নাম জড়ানোয় ছবি থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে খবর। ভামসি পইদিপল্লী পরিচালিত এবং দিল রাজু প্রযোজিত এই ছবিটি হিন্দিতেও ডাবিং করা হবে বলে শোনা গিয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার NCB দফতরে ফের চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনন‍্যাকে। সংবাদ মাধ‍্যম সূত্রে জানা যাচ্ছে, সেখানেই নাকি আধিকারিকদের কাছে তিনি দাবি করেছেন, গাঁজা যে এক প্রকারের মাদক তাই তিনি জানতেন না! সেই সঙ্গে অনন‍্যা এও জানিয়েছেন, এক বছর আগে নাকি মজা করেই আরিয়ানের সঙ্গে এই কথাবার্তা বলেছেন তিনি।


এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, জেরায় NCB আধিকারিকরা নাকি অন‍ন‍্যাকে তাঁর সঙ্গে আরিয়ানের চ‍্যাট দেখিয়েছেন। সেখানে শাহরুখ পুত্র জিজ্ঞাসা করেছিলেন, অনন‍্যা মাদকের জোগাড় করে দিতে পারবেন কিনা।

উত্তরে অনন‍্যা বলেছেন তিনি চেষ্টা করবেন। যদিও NCB সূত্রের খবর, অনন‍্যা নিষিদ্ধ মাদকের জোগাড় করে দিয়েছিলেন কিনা তা জানা যায়নি। তবে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর দাবি, দুই তারকা সন্তান নিয়মিত মাদক নিয়ে কথাবার্তা বলতেন। কিন্তু জেরার মুখে অভিনেত্রী দাবি করেছেন, আরিয়ানের সঙ্গে স্রেফ মজা করছিলেন তিনি। আগামী সোমবার ফের তাঁকে তলব করা হতে পারে। অপরদিকে বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করেছেন আরিয়ান। আগামী ২৬ অক্টোবর তার শুনানি।

সম্পর্কিত খবর

X