বিগ ব্রেকিং! দেউলিয়া রিলায়েন্স কমিউনিকেশন, সংস্থা ছাড়লেন অনিল আম্বানি সহ 4 ডিরেক্টর

বাংলা হান্ট ডেস্ক : একসময় ধীরুভাই আম্বানি গ্রুপের রিলায়েন্স কমিউনিকেশনসের রমরমা বাজার ছিল। বছর আট পিছনে গেলেই রিলায়েন্সের বাজারদর সম্পর্কে সকলেরই অবগত থাকার কথা। যে ভাবে রিলায়েন্স টেলিকম সংস্থা গ্রাহক টানতে অফার দিয়েছিল তাতেই দেশের অধিকাংশ গ্রাহক রিলায়েন্স সিম কার্ড ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছিল কিন্তু পরে মুকেশ আম্বানি রিলায়েন্স থেকে বেরিয়ে আসার পর আসতে আসতে রিলায়েন্সের বাজার দর পড়তে শুরু করে।

VCCircle Anil Ambani4 0 4

বিশেষ করে যখন মুকেশ আম্বানি জিও বাজারে আসতে শুরু করে। তাই তো এখন রিলায়েন্স নেটওয়ার্ক বাজার থেকে উঠে গিয়েছে, যার জেরে কার্যত দেউলিয়া অবস্থা হয়েছে কোম্পানির আর তাই রিলায়েন্স কমিউনিকেশন্সের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন অনিল আম্বানি, একই সঙ্গে আরও চার জন ডিরেক্টর কোম্পানি ছাড়লেন।

একটি বিবৃতি দিয়ে ছায়া বিরানি রায়না কারনে মঞ্জুরি কাকের ও সুরেশ রাঙ্গার এবং মণিকান্ত ভি ডিরেক্টর পদ ছেড়েছেন। যে ভাবে গত কয়েক বছর ধরে রিলায়েন্স ক্ষতির মুখে রান করছে তাতে কার্যত কোম্পানি চালানোই দায় হয়ে গিয়েছে। বিশেষ করে শুক্রবার 30,142 কোটি টাকা রিলায়েন্স কমিউনিকেশনের ক্ষতির কথা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই কোম্পানির কর্মকর্তারা একে একে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

একদিকে কোম্পানির আর্থিক অবস্থা খারাপ অন্যদিকে শেয়ার বাজারে ধস নেমেছে। তাই দেশের অন্যতম ক্ষতিগ্রস্থ কোম্পানির তালিকায় থাকা রিলায়েন্স কমিউনিকেশন এর ডিরেক্টর অনিল আম্বানি পদ থেকে ইস্তফা দেন। যদিও রিলায়েন্স কোম্পানি ছাড়াও ভোডাফোন ও আইডিয়ার অবস্থা একেবারেই শোচনীয়।


সম্পর্কিত খবর