কোহলির ভক্ত, কিন্তু BCCI দেয়নি সুযোগ! এখন এই দেশের হয়ে জাত চেনাচ্ছেন ভারতীয় তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলে (Indian Cricket Team) সুযোগ পাওয়ার মতো প্রতিভাবান ক্রিকেটারের কোনও অভাব নেই দেশে। এই কারণেই ভারত বর্তমানে ক্রিকেটে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশ। তাই অনেক ক্রিকেটারই এমন আছেন যারা ভারতে জন্মগ্রহণ করেছিলেন এবং কেরিয়ারের শুরুর দিকে দেশেই ক্রিকেট খেলেছিলেন, কিন্তু প্রতিযোগিতার ভয়ে পরে ভারত ছেড়ে বিদেশে চলে যান। আবার এমন অনেক ক্রিকেটারও আছেন যারা ভারতে জন্মেছেন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলার উদ্দেশ্যে শুরুতেই অন্য দেশে চলে গেছেন যেখানে প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম।

আজ এমনই এক ক্রিকেটারকে নিয়ে এই প্রতিবেদন, যিনি অনেক চেষ্টা করেও, বিসিসিআইয়ের (Board of Control for Cricket in India) নজরে আসতে পারেন নি। যার কারণে তিনি ভারত ছেড়ে অন্য দেশের হয়ে ক্রিকেট খেলতে বাধ্য হয়েছিলেন এবং এখন বিশ্বকাপে তার নামের পাশে রয়েছে একটি দুর্দান্ত রেকর্ড। তাঁর এই পারফরম‍্যান্সের মাধ্যমে তিনি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে বার্তা দিয়েছেন যে ভারতের বাইরেও ভারতীয় প্রতিভারা নিজেদের বিকাশে সক্ষম।

   

এই প্রতিবেদনে যার নাম করা হচ্ছে তিনি হলেন অনিল নিদামানুরু। তার জন্ম হয়েছিল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে। ১৯৯৪ সালে ভারতের মাটিতেই তার জন্ম হয়। খুব কম বয়সেই তার পরিবার তাকে নিয়ে নিউজিল্যান্ডে চলে যায় এবং সেখানে অকল্যান্ডের মাটিতেই তিনি ক্রিকেট খেলা শুরু করেন এবং ধীরে ধীরে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভার পরিচয় দিতে থাকেন।

কিন্তু নিউজিল্যান্ডেও ক্রিকেট প্রতিভা এত বেশি ছিল যে সেখানে সর্বোচ্চ পর্যায়ে সুযোগ পেতে অনেক সময় লেগে যেত তার। এরই মধ্যে নেদারল্যান্ডস একটি চাকরির অফার পেয়ে তিনি সেই দেশ ত্যাগ করে চলে আসেন ইউরোপে। সেখানে কাজের পাশাপাশি ক্লাব ক্রিকেটেও ছুটিয়ে ক্রিকেট খেলতে থাকেন তিনি। খুব অল্প দিনের মধ্যেই তিনি নজরে পড়ে যান ওই দেশের জাতীয় দলের নির্বাচকদের। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক ঘটে এবং প্রথম ম্যাচেই তিনি দুর্দান্ত অর্ধশতরান করে নিজের যোগ্যতার প্রমাণ দেন।

এই মুহূর্তে নেদারল্যান্ডসের জাতীয় ক্রিকেট দলের হয়ে তিনি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলছেন। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি অর্ধশতরান এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি আগ্রাসী শতরান করে সকলের নজর কেড়ে নিয়েছেন তিনি। অনিল নিজে বিরাট কোহলির অত্যন্ত বড় ভক্ত এবং তার মতোই ফিটনেস নিয়ে খুব আগ্রহী। নিজের নতুন দেশকে তিনি কি নিজের জন্মভূমিতে আয়োজিত হতে চলে ওডিআই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করাতে পারবেন? উত্তরটা অবশ্য সময়ই দেবে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর