সুপারস্টার রজনীকান্তকে গ্রেফতারের দাবি পশুপ্রেমী সংগঠনদের

বাংলাহান্ট ডেস্কঃ ম্যান ভার্সেস ওয়াইল্ড -এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর বিয়ার গ্রিসলের সঙ্গী হয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। রজনীকান্তের ফ্যানেরা তাদের প্রিয় থ্যালাইভাকে ম্যান ভার্সেস ওয়াইল্ড -এ দেখতে উৎসুক হয়ে উঠেছে। কিন্তু ইতিমধ্যেই কয়েকটি পশুপ্রেমী সংগঠন সুপারস্টার রজনীকান্তকে গ্রেফতারের দাবি করতে শুরু করেছে।

wow rajinikanth to go global with bear grylls man vs wild

কর্নাটকের বন্দিপুর ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এলাকায় শ্যুট হয়েছে ম্যান ভার্সেস ওয়াইল্ড নামের জনপ্রিয় অনুষ্ঠানের এই পর্বটি। যাতে বিয়ার গ্রিসলের সঙ্গী সুপারস্টার রজনীকান্ত। পশুপ্রেমীরা দাবি করেছেন ঐ এলাকায় এই সময়ে শ্যুটিং করা মোটেও উচিত নয়। কারন কারণ গত বছর ঠিক এই সময়েই বন্দিপুর বনাঞ্চলের একটি অংশে আগুন লাগে। যার ফলে বনাঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষয়তি হয়।

পরিবেশপ্রেমীদের তরফে দাবি করা হচ্ছে, বর্ষার সময় যাতে ম্যান ভার্সেস ওয়াইল্ডের শ্যুটিং বন্দিপুর করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট চ্যানেল কতৃপক্ষকে পরিবেশপ্রেমী ও পশুপ্রেমীদের তরফে জানানো হয়েছিল। কিন্তু সেই দাবি মানেননি ম্যান ভার্সেস ওয়াইল্ড টিম। তারা পশুপ্রেমীদের অনুরোধ উপেক্ষা করেই শ্যুট করেছেন। দেশের প্রানী সম্পদকে এই বিপদের মুখে ঠেলে দেওয়ার শরিক হিসাবেই তারা রজনীকান্তের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে।

1500x500

যদিও রজনীকান্ত তার টুইটারে বেয়ার গ্রিলস কে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন। Thank you very much dear @BearGryllsfor an unforgettable experience … love you. @DiscoveryINthank you#IntoTheWildWithBearGrylls . যদিও রজনীকান্তের মত ব্যক্তিত্ব কিভাবে দেশের কথা চিন্তা না করে এমন একটি পদক্ষেপ নিলেন সে নিয়ে বিতর্ক থাকছেই।

সম্পর্কিত খবর