আগের থেকে অনেক বদলে গিয়েছেন সৌরভ, সম্পর্ক টেকাতে চেয়েও পারেননি, বিচ্ছেদ নিয়ে অকপট অনিন্দিতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিনোদুনিয়ায় সম্পর্ক যেন তাসের ঘরের মতো। দমকা হাওয়ায় ভেঙে চুরমার। অনেক যত্নে সাজানো সংসারও ওলটপালট হতে বেশি সময় লাগে না। তারপর অনেক সময়েই চলে কাদা ছোঁড়াছুঁড়ির পর্ব। এই ভয়েই এতদিন মুখ বন্ধ রেখেছিলেন অভিনেত্রী অনিন্দিতা বসু (Anindita Bose)। তবে আর না। শেষমেষ সৌরভ দাসের (Saurav Das) সঙ্গে বিচ্ছেদ নিয়ে নীরবতা ভাঙলেন তিনি।

টলিপাড়ার প্রিয় জুটি ছিলেন সৌরভ অনিন্দিতা। অনুরাগীরা ‘মেড ফর ইচ আদার’ বলতেন তাঁদের। পর্দার গুটির প্রেমে আগেই পড়েছিলেন মল্লার। অনস্ক্রিন সম্পর্ক অফস্ক্রিনে রূপ পেতে বেশি সময় লাগেনি। অনিন্দিতার আগের দুটো ভাঙা বিয়ের ক্ষত জুড়িয়ে গিয়েছিল সৌরভের সঙ্গে প্রেমে। কিন্তু বিধাতার ইচ্ছা সম্ভবত অন‍্য কিছু ছিল।


বেশ অনেকদিন ধরেই দুজনের মধ‍্যে বন্ধন আলগা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু কেউ কোনো মন্তব‍্য করেননি। অবশেষে এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী স্বীকার করলেন বিচ্ছেদের খবর। ব‍্যক্তিগত বিষয় নিয়ে চর্চা হোক, কাদা ছোঁড়াছুঁড়ি হোক, সেটা চাইতেন না। তাই ফোন বন্ধ করে রাখতেন বলে জানান অনিন্দিতা।

কিন্তু এত গভীর প্রেম ভাঙল কেন? অভিনেত্রী জানান, যে সৌরভের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছিলেন, একসঙ্গে থাকতে শুরু করেছিলেন, সেই সৌরভ বদলে গিয়েছেন অনেক। অনেক কিছু নিয়েই ঝামেলা হত তাঁদের মধ‍্যে। সবকিছু মিটমাট করে নিতে চেয়েছিলেন, কিন্তু সফল হননি।

দুজনে একসঙ্গে নতুন ফ্ল‍্যাট কিনেছিলেন। ভালবেসে নাম দিয়েছিলেন ‘প্রথম অধ‍্যায়’। তাঁদের গল্প ফুরিয়ে গিয়েছে মাঝপথেই। এখন ওই ফ্ল‍্যাটটি দুভাগে ভাগ হয়ে গিয়েছে বলে জানান অনিন্দিতা। চলছে রেনোভেশনের কাজ। বেশ অনেকদিনই হল মুম্বইয়ের বাসিন্দা হয়েছেন অনিন্দিতা। নেটফ্লিক্সের একটি সিরিজ, হিন্দি ছবির পাশাপাশি বাংলা ছবিতেও কাজ করছেন তিনি।

অন‍্যদিকে সৌরভকে সম্প্রতি দেখা গিয়েছে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’এ। মন্টু পাইলট এর পরের সিজনের শুটিং শুরু করতে পারেন তিনি। পাশাপাশি অভিনেতা সব‍্যসাচী চৌধুরীর সঙ্গে নিজের একটি রেস্তোরাঁও খুলতে চলেছেন সৌরভ।

X