উত্তম কুমারের আদলে অনির্বাণ! রহস্যের জট খুলতে আসছে ব্যোমকেশ ও পিঁজরাপোল

Published On:

বাংলাহান্ট ডেস্ক : টলিউডে (Tollywood) তিনি ছিলেন মহান অভিনেতা। তাঁর নামের পাশে জুড়েছিল ‘মহানায়ক’ তকমা। আজ সিনেপ্রেমীদের মনে রাজত্ব করছেন তিনি। তিনি আপনার আমার সকলের প্রিয় অভিনেতা উত্তম কুমার (Uttam Kumar)। তাঁর স্মৃতি এবার ফিরে আসছে ওটিটি প্ল্যাটফর্মে। তাঁর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya)।

না, তাঁর বায়োপিক আসছে না। ফিরে আসছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘চিড়িয়াখানা’র গল্প। ব্যোমকেশের চরিত্রে এই ছবিতে দেখা গিয়েছিল মহানায়ক উত্তম কুমারকে। এই এক গল্প ঘুরে ঘুরে এসেছে বহুবার। এবার কেবল নাম বদল। বদলে গেল চরিত্রের মুখগুলিও।

Uttam Kumar-Anirban Bhattacharya

ফের ব্যোমকেশের লুকে দর্শকদের সামনে হাজির হচ্ছেন অনির্বাণ। তবে পুরোনো সাজ পোশাকে নয়, একেবারে নতুন ভাবে পরিচয় হবে ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’ -এর ব্যোমকেশের সঙ্গে। ক্রিয়েটিভ ডিরেক্টরের চরিত্রে ধরা দেবেন তিনি। তাহলে বুঝতেই পারছেন পরিচালক সুদীপ্ত চট্টোপাধ্যায় একেবারে নতুন করে সাজিয়ে তুলেছেন অনির্বাণকে।

Byomkesh o Pinjrapole

তবে বদলে গেল অজিতের চরিত্র। এবার অজিতের চরিত্রে দেখা মিলবে নতুন অভিনেতার। সুব্রত দত্তের জায়গা নিতে হাজির হয়েছেন ভাস্কর রায়। খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে ম্যুক্তি পেতে চলেছে ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’ সিরিজ। বদল হয়নি সত্যবতীর চরিত্র। অনির্বাণ এর পত্নীর চরিত্রে থাকছেন ঋদ্ধিমা ঘোষই।

Byomkesh o Pinjrapole

বহুবার বদল হয়েছে ব্যোমকেশের সঙ্গীর। এর আগে অনির্বাণের সঙ্গী হয়েছেন সুব্রত দত্ত। আবার অরিন্দম শীলের ব্যোমকেশে আবার সুহোত্র ছিলেন আবিরের সঙ্গী। তবে এবার দেখা যাবে ভাস্কর দত্তকে। প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। জানা গেছে ছবি মুক্তির দিনক্ষণ।

 

View this post on Instagram

 

A post shared by Bhaswar Chatterjee (@bhaswarofficial)

হইচই প্যাটফর্মের তরফে প্রকাশ্যে আনা হয়েছে ছবির পোস্টার। নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার নিজেই তুলে ধরেছেন পর্দার অজিত। ৭ই এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’ সিরিজ।

X