গত বছর এই দিনেই ছিল সুশান্তের শেষ পোস্ট, আজই সোশ‍্যাল মিডিয়া ছাড়লেন অঙ্কিতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রেমের সূত্রপাত হয়েছিল সেই ‘পবিত্র রিসতা’র সময় থেকে। দীর্ঘ সাত বছর সম্পর্কে ছিলেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) ও অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande)। কিন্তু সুশান্ত বড়পর্দায় অভিষেক করার পরপরই তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত অপরদিকে ভিকি জৈনের সঙ্গে নতুন জীবন শুরু করেন অঙ্কিতা।

কিন্তু বিচ্ছেদের অনেকদিন পর পর্যন্ত প্রাক্তন প্রেমিকের ছবি অঙ্কিতার ফ্ল‍্যাটে টাঙানো ছিল। গত বছরের ১৪ জুন সুশান্তের মৃত‍্যুর খবর শুনে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। প্রয়াত অভিনেতার জন‍্য বিচারের দাবিতে সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। সময়ের সঙ্গে সঙ্গে কষ্ট লাঘব হলেও সুশান্তকে এখনো ভুলতে পারেননি অঙ্কিতা।


সুশান্তের মৃত‍্যুবার্ষিকীর বাকি আর মাত্র কয়েকদিন। ঠিক এই সময়েই সোশ‍্যাল মিডিয়া ছাড়লেন অঙ্কিতা। এদিন নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘এটা বিদায় নয়, এটা পরে দেখা হবে’। সোশ‍্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। তবে তিনি কবে আবার ফিরবেন তা বলে যাননি।

https://www.instagram.com/p/CPpBG9qrHi8/?utm_medium=copy_link

অঙ্কিতার এই পোস্ট নিয়ে তোলপাড় হচ্ছে নেটমাধ‍্যম। এক এক রকম মতামত দিচ্ছে এক একজন। কমেন্ট বক্সে এক ব‍্যক্তি লিখেছেন, এক বছর আগে ঠিক এই দিনেই সুশান্ত তাঁর শেষ পোস্টটি করেছিলেন ইনস্টাগ্রামে। আবার আরেকজন উদ্বিগ্ন হয়ে লিখেছেন, এটা সঙ্কেত। অঙ্কিতা সুশান্তকে ছাড়া বাঁচবেন না। ১৪ জুন তাঁর জীবনের শেষ দিন হবে। তাঁকে বাঁচাতে হলে একা ছাড়া যাবে না। আবার আরেকজনের বক্তব‍্য, সামনেই অঙ্কিতার বিয়ে। সেই কারণেই সম্ভবত বিরতি নিয়েছেন তিনি।


ইনস্টাগ্রামে খুবই সক্রিয় থাকেন অঙ্কিতা। অতি সম্প্রতি ১লা জুন পবিত্র রিসতা সিরিয়ালের ১২ বছর পূর্ণ হল। সুশান্তের অভাব মনে চেপে রেখেই পবিত্র রিসতার ১২ বছর পূর্তিতে সোশ‍্যাল মিডিয়ায় লাইভে এসে অনুরাগীদের সঙ্গে এই দিনটি উদযাপন করেন অঙ্কিতা। পবিত্র রিসতার একটি থিম কেকও কাটতে দেখা যায় তাঁকে। এদিন সিরিয়ালের কিছু ঝলক দিয়ে তৈরি একটি ভিডিও শেয়ার করেছিলেন অর্চনা ওরফে অঙ্কিতা।


স্পষ্টতই আবেগঘন হয়ে পড়তে দেখা যায় তাঁকে। লম্বা একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘সময় সত‍্যিই দ্রুত বয়ে যায়। ১২ বছর কেটে গেল। প্রায় ৬৬টি অ্যাওয়ার্ড নিয়ে এই সিরিয়াল ভারতীয় টেলিভিশনের অন‍্যতম জনপ্রিয় একটি সিরিয়াল ছিল। এই সিরিয়াল আমাকে শুধু অর্চনা বানায়নি, আমি আজ যে জায়গায় আছি সেখানে আমাকে পৌঁছে দিয়েছে এই সিরিয়াল। এই কাহিনি আনন্দ, ভালবাসা, পরিবার ও বন্ধুত্বের উদযাপন করে।’  পোস্টে বালাজি টেলিফিল্মস, প্রযোজক একতা কাপুর ও নিজের বাবা মাকে ধন‍্যবাদ জানিয়েছেন অঙ্কিতা। হ‍্যাশট‍্যাগে সুশান্তের নাম দিতেও ভোলেননি তিনি।

সম্পর্কিত খবর

X