জমজমাট প্রেম দিবস, ঋষি-পিহুর প্রেমে জোয়ার আনতে কোমর কষছেন অঙ্কুশ-দেবলীনা

বাংলাহান্ট ডেস্ক: টিআরপির লড়াইয়ে এঁটে উঠতে নিত‍্য নতুন সিরিয়াল (serial) আনছে জি বাংলা ও স্টার জলসা দুই চ‍্যানেলই। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায় পা রেখেছেন অপরাজিতা আঢ‍্য, শোলাঙ্কি রায়, দেবশঙ্কর হালদাররা। তালিকায় যুক্ত হল দেবলীনা কুমার (devlina kumar) ও অঙ্কুশ হাজরার (ankush hazra) নামও।

হ‍্যাঁ, এতদিন দুজনকে বড়পর্দাতেই দেখা যেত। ছোটপর্দাতে দেখা গিয়েছিল ঠিকই দুজনকে। জি বাংলার নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এ দেখা গিয়েছিল দুজনকে। তবে এবার আর কোনো রিয়েলিটি শো নয়, সিরিয়ালে দেখা যেতে চলেছে দেবলীনা অঙ্কুশকে।

84669123 1
স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মন ফাগুন’এ (mon fagun) অভিনয় করতে চলেছেন দুজন। একটি বিশেষ পর্বের জন‍্যই সিরিয়ালে মুখ দেখাবেন তাঁরা। আসন্ন ভ‍্যালেন্টাইনস ডে উপলক্ষে বিশেষ পর্বের আয়োজন করা হয়েছে মন ফাগুনের তরফে। জানা যাচ্ছে, সিরিয়ালে দেখা যাবে একটি ঘরোয়া পার্টিতে উপস্থিত হয়েছেন অঙ্কুশ ও দেবলীনা।

টলিউড নায়ক হিসাবেই দেখা যাবে অঙ্কুশকে। তিনি নায়িকা পিহু ওরফে সৃজলা গুহর ছোটবেলার সেলিব্রিটি ক্রাশ। অন‍্যদিকে পার্টিতে ‘পুষ্পা’র গানে নেচে মঞ্চ মাতাবেন দেবলীনা। এদিকে বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে, পিহুর কাছাকাছি এসেছে ঋষিরাজ। দুজনের মধ‍্যে একটু একটু করে ভালবাসার বীজ রোপন হচ্ছে।

বিশেষ করে অনুষ্কা ঋত্বিকের বিয়ে দিতে গিয়েই আরো কাছাকাছি এসে গিয়েছে ‘পিহুরাজ’। অপরদিকে ঋষিকে হাতাতে মরিয়া প্রিয়াঙ্কা। প্রেম দিবসের দিনই তার পরিকল্পনা ঋষির সঙ্গে আংটি বদল করার। অঙ্কুশের প্রতি পিহুর অনুরাগ দেখে কি হিংসে হবে ঋষির? এক ঘন্টার বিশেষ পর্বে উত্তর মিলবে যাবতীয় প্রশ্নের।

Niranjana Nag

সম্পর্কিত খবর