বাংলাহান্ট ডেস্ক: বিদেশের মাটিতে গিয়ে সর্বস্বান্ত হলেন অভিনেতা অন্নু কাপুর (Annu Kapoor)। তাঁর ব্যাগ, গুরুত্বপূর্ণ নথিপত্র, টাকাপয়সা সমস্ত কিছু খোয়া গিয়েছে। সৌভাগ্যবশত নিজের পাসপোর্টটা বাঁচাতে পেরেছেন অন্ন কাপুর। বিদেশে গিয়ে এত বড় বিপদের মুখে পড়বেন তা যেন ভাবতেই পারছেন না অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সবাইকে বিষয়টি জানিয়ে সতর্ক করে দিয়েছেন তিনি।
ইউরোপ ট্যুর করছিলেন অন্নু কাপুর। ফ্রান্সে ঘটে এই ঘটনা। তাঁর গুরুত্বপূর্ত নথি সহ ব্যাগ চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন অভিনেতা। সেই ব্যাগে ছিল তাঁর ক্রেডিট কার্ড, কিছু টাকা পয়সা, আইপ্যাডের মতো বহু মূল্যবান জিনিসপত্র। ভিডিওতে অন্নু বলেন, “ফ্রান্সে এলে খুব সাবধানে থাকবেন। এরা সব এক নম্বরের চোর, বাটপার।”
স্থানীয় রেলের আধিকারিকরা তাঁকে সাহায্য করছেন বলে জানিয়েছেন অন্নু। প্যারিসে গিয়ে অভিযোগ দায়ের করবেন তিনি। ভিডিও বার্তায় এই দুঃসাহসিক চুরির কথা শুনে চিন্তিত নেটিজেনরা। অনেকেই সাবধানে চোখ কান খোলা রেখে চলার পরামর্শ দিয়েছেন বর্ষীয়ান অভিনেতাকে।
১৯৮৩ সালে পরিচালক শ্যাম বেনেগালের ‘মন্ডি’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন অন্নু। তাঁর চরিত্রটি ছিল একজন চিকিৎসকের। উল্লেখ্য, ডেবিউয়ের দু বছর আগে একটি নাটকে এক বৃদ্ধের ভূমিকায় অন্নু কাপুরের দুরন্ত অভিনয় দেখেই নিজের ছবিতে তাঁকে কাস্ট করেন শ্যাম। তবে অভিষেক করেও তেমন বড় কোনো চরিত্র পাচ্ছিলেন না অন্নু কাপুর।
https://www.instagram.com/tv/Ce8rjLqJkua/?igshid=YmMyMTA2M2Y=
এরপর ১৯৯৩ সালে দূরদর্শনে ‘অন্তাক্ষরী’ শো তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। শোতে সঞ্চালক এর ভূমিকায় দেখা গিয়েছিল অন্নুকে। এরপর থেকেই একের পর এক ছবিতে প্রস্তাব পেতে থাকেন তিনি। কেরিয়ারে ১০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অন্নু কাপুর।