বাংলাহান্ট ডেস্ক : ঘূর্ণিঝড় (Cyclone) সিত্রাংয়ে ল্যান্ডফল হয়েছে বাংলাদেশে (Bangladesh)। এই ঘূর্ণিঝড়ে এখনো অব্দি কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পূর্ণভাবে জানা সম্ভব হয়নি। এরই মধ্যে ফের অশনি সংকেত শোনালো বাংলাদেশের আবহাওয়া দপ্তর। বাংলাদেশের সংবাদমাধ্যম জানিয়েছে, আরও একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে আগামী ডিসেম্বর মাসে। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের কর্তা আব্দুল মান্নান মঙ্গলবার সিত্রাং এর বিপর্যয়ের মাঝেই এই খবর জানিয়েছেন।
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহম্মদ এনামুর রহমান আবহাওয়া দপ্তরের এই সতর্কবাণী উল্লেখ করে দেশবাসীকে সাবধানে থাকতে বলেছেন। বাংলাদেশের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের প্রতিমন্ত্রী মহম্মদ এনামুর রহমান এদিন জানিয়েছেন সঠিকভাবে ঘূর্ণিঝড় সিত্রাং এর মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্দেশ দিয়েছেন যাতে ডিসেম্বর মাসের ঘূর্ণিঝড়ের জন্য প্রশাসন সবদিক থেকে প্রস্তুত থাকে। এর পাশাপাশি তিনি দেশবাসীকেও সতর্ক থাকতে বলেছেন।
গতকাল অর্থাৎ সোমবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে বরিশালের কাছে তিনকোনা ও সন্দ্বীপের মাঝ বরাবর জায়গা দিয়ে সিত্রাং অতিক্রম করেছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশের কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে।
ঘরবাড়ি ভেঙে পড়ার পাশাপাশি ক্ষতি হয়েছে মাঠের ফসলের। আশঙ্কা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। বিগত কয়েক বছরে একের পর এক ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এরই মধ্যে আগামী ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড়ের আভাস পেয়ে চিন্তা বাড়ছে বাংলাদেশবাসীর।