শুক্রবারের বিভীষিকা কাটার আগেই রবিবার আবারও ভূমিকম্প নেপালে! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

বাংলা হান্ট ডেস্ক : গত শুক্রবারের বিভীষিকা কাটার আগেই আবারও ভূমিকম্প (Earthquake) নেপালে (Nepal)। রবিবার ভোরে কেঁপে উঠলো রাজধানী কাঠমান্ডুর (Kathmandu) মাটি। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা তেমন বেশি না হলেও রীতিমত আতঙ্কে রয়েছে নেপালের আম জনতা। নেপালের পাশাপাশি ভূমিকম্প হয়েছে আফগানিস্তানেও। যদিও ভারতে কোনও প্রভাব পড়েনি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবারের ভূমিকম্পে এখনও পর্যন্ত নেপালে মৃত্যু হয়েছে ১৫৭ জনের। কম্পনের মাত্রা এমনই ছিল যে গত শুক্রবার নেপাল ছাড়াও কেঁপে উঠেছিল দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার সহ ভারতের বহু জায়গা। যদিও ভারতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নেপালে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা প্রশাসনের।

সেই ধাক্কার রেশ কাটতে না কাটতেই রবিবার আবার একবার কেঁপে উঠল নেপালের মাটি। তবে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা তেমন বেশি নয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩.৬। রবিবার ভোর ৪ টা ৩৮ নাগাদ এই কম্পন অনুভূত হয়। জাতীয় ভূকম্পনকেন্দ্র জানিয়েছে, কাঠমান্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর পশ্চিম অঞ্চল হল এই কম্পনের উৎপত্তিস্থল।ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

আরও পড়ুন : তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল দীপঙ্কর দে-কে! এখন কেমন আছেন? জানালেন দোলন রায়

প্রায় একইসঙ্গে আফগানিস্তানের মাটিও কেঁপে উঠেছিল। শনিবার গভীর রাতে আফগানিস্তানের ফয়জাবাদে কম্পন অনুভূত হয়। এই কম্পনের মাত্রা ছিল প্রায় ৪.৫। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখনও সামনে আসেনি। পাশাপাশি ভারতেও এই কম্পনের কোনও প্রভাব পড়েনি। তবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে নেপল। তাসের ঘরের মত ভেঙে পড়েছে বাড়ি। সাজানো গোছানো নেপাল যেন কোনও প্রাচীন ধ্বংসস্তূপ।

আরও পড়ুন : বয়রা গাছের নীচে শুরু হয় মা শ্যামার আরাধনা! রহস্যময় এই কালীবাড়ির ইতিহাস গায়ে কাঁটা দেবে

প্রসঙ্গত গত, গত শুক্রবার ৬.৪ মাত্রার কম্পনের পর ভূকম্প পরবর্তী কম্পনে ১৫৯ বার কেঁপেছে নেপালের মাটি। আতঙ্কিত মানুষ বাড়িতে না ঢুকে রাস্তাতেই রাত কাটাচ্ছেন। ইতিমধ্যেই নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল নিজে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। উদ্ধারকার্যে নেমেছে নেপালের সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ সকলেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন আশ্বাস বার্তা। নেপালে থাকা ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বরও চালু করেছে ভারতীয় দূতাবাস।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর