বিজেপির বিরুদ্ধে তৈরির হচ্ছে মহাজোট! মুম্বইয়ে অবিজেপি মুখ্যমন্ত্রীদের নিয়ে সম্মেলন, নেতৃত্বে মমতা ব্যানার্জি

শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে সাড়া দিতে চলেছে সকল বিজেপি বিরোধী দলগুলি। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য দেশের সকল রাজ্যের বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি সম্মেলনের বিষয়ে মত দেন এবং এই সংক্রান্ত ব্যাপারে তিনি তাদের সকলকে একটি চিঠি লেখেন। এবার সেই ডাকে সাড়া দিয়ে কিছুদিনের মধ্যেই মুম্বইতে বসতে চলেছে মুখ্যমন্ত্রীদের একটি সম্মেলন। সূত্রের খবর, ইহার আয়োজন করতে চলেছে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের মহাজোট।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরাট জয়লাভের পর থেকেই মমতা ব্যানার্জি ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যাতে বিজেপি বিরোধী শক্তিকে একত্রে আনা যায়। সেই কারণে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা-বার্তা বলার সময় এ বিষয়ে তাঁর সদিচ্ছার কথা জানান। এ বিষয়ে বাকি দলগুলোর সায় থাকলেও সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির ব্যাপক মাত্রায় জয়লাভ শেষপর্যন্ত তাদের সেই আশায় জল ঢেলে দেয়। তবে 2024 লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বর্তমানে আবারো সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে বিরোধী দলগুলি।

   

এদিন শিবসেনা দলের নেতা সঞ্জয় রাউত জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় সম্মেলন প্রসঙ্গে আমাদের চিঠি দিয়েছিলেন। এরপর এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে শরদ পাওয়ারেরর আলোচনা হয় এবং খুব দ্রুত আমরা মুখ্যমন্ত্রীদের নিয়ে সম্মেলন আয়োজন করতে চলেছি।” প্রসঙ্গত, আগামী জুলাই মাসে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে এবং সেই দিকেই আপাতত পাখির চোখ করেছে বিজেপি বিরোধী দলগুলি।

শনিবার পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয় এবং সেখানে উল্লেখযোগ্যভাবে প্রতিটি কেন্দ্রে বিজেপি দল পরাজয় স্বীকার করে। তার ওপর আবার গতকালই কংগ্রেস প্রধান সনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ দেশের মোট 11 জন বিরোধী নেতা দেশের রাজনৈতিক হিংসা এবং সংকটময় পরিস্থিতি নিয়ে ভারতবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি প্রকাশ করেন। ফলে ভোটে বিজেপির ভরাডুবি, বিরোধী দলগুলির সরকারের বিরুদ্ধে খোলা চিঠি এবং মুম্বইয়ের বুকে মুখ্যমন্ত্রীদের সম্মেলনের মতো একাধিক বিষয়কে কেন্দ্র করে বিরোধী দলগুলি বিজেপির ওপর ক্রমাগত চাপ তৈরি করতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর