বিরাট স্বস্তিতে অনুব্রত! আদালতে নাকানিচোবানি খেল ED, এই রায় হাসি ফোটালো কেষ্টর মুখে

বাংলা হান্ট ডেস্ক : বিপাকে পড়তে পারেন অনুব্রত মন্ডল (Anubrata Mandal)? গরু পাচার মামলায় (Cow Smuggling Case) বাকি বিচারপর্ব দিল্লিতে সরাতে চাইছেন তদন্তকারীরা। তাঁদের দাবি ছিল, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে একইসঙ্গে চলবে ইডি-সিবিআইয়ের করা (Enforcement Directorate – Central Bureau of Investigation) মামলার বিচার। আগেই এই ইচ্ছা প্রকাশ করেছিলেন ইডি-র আধিকারিকেরা। সেই মর্মেই গত মাসের শেষে আসানসোল বিশেষ সিবিআই আদালতে আবেদন জমা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

এরপরই সিবিআই-এর গরু পাচার তদন্তের কেস রেকর্ড ও একইসঙ্গে কোর্টে থাকা সব নথিপত্র দিল্লিতে পাঠানোর আবেদন জমা পড়েছিল বলে জানা যায়। সেই মামলার এদিন শুনানি ছিল আসানসোল সিবিআই আদালতে। সেখানেই সিবিআই বিচারকের প্রশ্নের মুখে নাজেহাল অবস্থা হয় ইডির আইনজীবীর।

   

anubrata f

এদিনের শুনানিতে অংশ নেন ইডি’র আইনজীবী অভিজিত ভদ্র, অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ ও সেহগালের আইনজীবী শেখর কুন্ডু। এদিন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক ইডির আইনজীবী অভিজিত ভদ্রের কাছে জানতে চান মামলাটি কেন স্থানান্তরিত করতে চাইছেন। এদিন সিবিআই এর আইনজীবী জানান মামলাটি স্থানান্তরিত করার ব্যাপারে যে আইন রয়েছে তা বিস্তারিত লিখিত আকারে আদালতে জমা করার কথা বলা হয়।

এদিন আদালতে উপস্থিত ছিলেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য ও তাঁদের আইনজীবী রাকেশ কুমার। সূত্রের খবর, শুনানির শুরুতেই বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআই ও সুশান্ত ভট্টাচার্যের কাছে জানতে চান এখনও পর্যন্ত গরু পাচার মামলায় কতগুলি চার্জশিট জমা দেওয়া হয়েছে? উত্তরে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্য জানান,  একটি চার্জশিট ও চারটি সাপ্লিমেন্টরি চার্জশিট জমা দেওয়া হয়েছে। আরও চার্জশিট জমা দেওয়া হবে। এরপরই বিচারক জানতে চান, কতজন সাক্ষী রয়েছেন? সুশান্ত ভট্টাচার্য বলেন, প্রায় পাঁচশো।

আরও পড়ুন : ‘অনেক মানুষ আমায় খুঁজছেন! স্ক্রিনশট পাঠাচ্ছেন, বহু মিডিয়া…!’, যাদবপুর কাণ্ডে হঠাৎ কেন উধাও দেবাংশু?

বিচারকের এই প্রশ্নবাণের কাছে কার্যত নাকানিচুবানি খান ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র। তিনি বিচারকের কাছে সেকশন ৩, সেকশন ৪, সেকশন ৪১ এ,সেকেশন ৪৩, সেকশন ৪৯ সহ নানা উদাহরণ টানেন। কিন্তু বিচারক তাতেও সন্তুষ্ট হননি। বিচারকের একটাই প্রশ্ন, দিল্লিই কেন? কলকাতা নয় কেন? শুধু এনামুলের দিল্লিতে ফ্ল্যাট আছে সে কারণেই কি সিবিআই-র মামলা দিল্লিতে নিয়ে যাওয়া যায়? সেই কাগজ দেখান। শেষ পর্যন্ত ইডির আইনজীবী উপযুক্ত তথ্য নিয়ে আসার জন্য অনুমতি চান। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২ সেপ্টেম্বর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর